মীযান ডেস্ক: মালয়েশিয়ার নতুন রাজার নাম ঘোষণা করা হয়েছে শুক্রবার। গতকাল এক রাজকীয় সম্মেলনে দেশের সুলতানরা পরবর্তী রাজা ঘোষণা করেন দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশের সুলতান ইব্রাহিম ইসকান্দর এর নাম। এদিন দেশটির জাতীয় রাজপ্রাসাদে অনুষ্ঠিত রয়্যাল কাউন্সিলের ২৬৩তম বিশেষ অধিবেশনে তাঁকে নির্বাচিত করা হয়েছে। বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন। নতুন সুলতান ইব্রাহিম আগামী বছরের ৩১ জানুয়ারি বর্তমান রাজার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
মালয়েশিয়ায় ‘রাজা’ মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করে থাকেন। যেমন আমাদের দেশের সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। সে দেশের সংবিধানে রাজাকে কয়েকটি বিবেচনামূলক ক্ষমতা দেয়া হয়ে থাকে, যেখানে রাজা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন।
এছাড়া দোষী ব্যক্তিদের ক্ষমা করার বিশেষ ক্ষমতাও রাজার রয়েছে। কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে রাজার ভূমিকা ইদানীংকালে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে বর্তমান রাজা দেশের রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন। হবু রাজা সুলতান ইব্রাহিম ইসকান্দর মালেশিয়ার রাজনীতি সম্পর্কে স্পষ্টবাদী।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও তার ভাল সম্পর্ক রয়েছে। রিয়েল এস্টেট এবং খনিসহ বিভিন্ন ক্ষেত্রে সুলতান ইব্রাহিমের ব্যবসায়িক স্বার্থও জড়িত আছে। সুলতান ইব্রাহিমের বাবা মালয়েশিয়ার অষ্টম রাজা ছিলেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ মেয়াদে তিনি সিংহাসনে আসীন ছিলেন।