মীযান ডেস্ক: উচ্চমাধ্যমিকে এবারও সাফল্যের অনন্য নজির সৃষ্টি করল মামূন ন্যাশনাল স্কুল। ইতিহাসবিদ ও নামজাদা আলেম মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেবের প্রতিষ্ঠিত এই মিশন ও তাদের বিভিন্ন ক্যাম্পাস থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ২০৫ জন ছাত্রছাত্রী। তার মধ্যে সেরা হয়েছে বিলকিস রেহেনা। তার প্রাপ্ত নম্বর ৪৭৩ বা ৯৪.৬ শতাংশ। পূর্ব বর্ধমান জেলার মাহাতা গ্রামের বাসিন্দা বিলকিসের বাবা সবজি বিক্রি করেন। এই স্কুল থেকে দ্বিতীয় হয়েছে নূরজাহান খাতুন। সে পেয়েছে ৪৭২ নম্বর বা ৯৪.৪ শতাংশ। বীরভূমের রামপুরহাটের দাদপুর গ্রামের বাসিন্দা নূরজাহানের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী।
মামূন ন্যাশনাল স্কুল থেকে এবার প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের হাবিবুর রহমান গাজী। এমনিতে সে কুরআনে হাফিজ। প্রাপ্ত নম্বর ৪৬৪ বা ৯২.৮ শতাংশ। এখন সে জিডি একাডেমি থেকে নিটের প্রস্তুতি নিচ্ছে। তার বাবা মুজিবর রহমান গাজী খারেজি মাদ্রাসার শিক্ষক। জি.ডি স্কলারশিপেই অর্থে এরা সকলেই পড়াশোনা করছে।
এবার উচ্চমাধ্যমিকে এই স্কুল ও তাদের বিভিন্ন শাখা থেকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২০জন ছাত্রছাত্রী, ৮৫ শতাংশের বেশি পেয়েছে ৪৫জন। ৮০ শতাংশের বেশি পেয়েছে ৮৮জন। ৭৫ শতাংশ বা স্টার মার্কস পেয়েছে ১৪১জন। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও এমন সাফল্য পেয়ে প্রতিষ্ঠানের সেক্রেটারি কাজী মুহাম্মদ ইয়াসীন, জি.ডি একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজসেবী তথা পতাকা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান জনাব মোস্তাক হোসেন সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।