বিজেপি থেকে মুখ ফেরাল মণিপুর, ২ আসনেই জয় কংগ্রেসের, নাগাল্যান্ড-মেঘালয়েও ঘুরে দাঁড়াল হাত শিবির

মীযান ডেস্ক: টানা ১৪ মাস ধরে জ্বলছে মণিপুর। কুকি ও মেইতেইদের জাতিগত সংঘর্ষে প্রাণ হারান প্রায় ২২১ জন। জখম হাজারেরও উপর। অথচ, একদিনের জন্যও উত্তর-পূর্বের এই রাজ্যে পা দেওয়ার প্রয়োজন অনুভব করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার লোকসভা ভোটে সেই অবহেলারই জবাব দিলেন মণিপুরের মানুষ। রাজ্যের দু’টি লোকসভা আসনেই জয় পেল কংগ্রেস। উল্লেখ্য, হিংসা কবলিত মণিপুর থেকেই ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’র সূচনা করেছিলেন রাহুল গান্ধী। সংঘর্ষপীড়িত রাজ্যের পাশে থাকার ফল হাতেনাতে পেলেন সোনিয়া-পুত্র। শান্তির খোঁজে বিকল্পকেই বেছে নিলেন মণিপুরবাসী।

উত্তর-পূর্বের এই রাজ্যে দু’টি লোকসভা আসন হল ইনার মণিপুর ও আউটার মণিপুর। সেখানকার মানুষের অভিযোগ, এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণ অ-বিজেপি প্রার্থীদের বেছে নিয়েছেন।

শুধু মণিপুরই নয়, নাগাল্যান্ড ও মেঘালয়েও ঘুরে দাঁড়িয়েছে হাত শিবির। নাগাল্যান্ডের একটি আসনে, মেঘালয়ের দুটি আসনের মধ্যে তুরা কেন্দ্র থেকে কংগ্রেসের সালেং এ সাংমা জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বোন অগথা সাংমাকে।

অন্যদিকে, উত্তর পূর্বের আরেক রাজ্য অসমে ১৪ টি আসনের মধ্যে ন’টিতে বিজেপি এবং তিনটিতে কংগ্রেস জয় পেয়েছে। অসম গণপরিষদ ও ইউপিপিএল একটি করে আসন পেয়েছে। তবে ভোট ভাগাভাগির নিরিখে চমকপ্রদ ফল করেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৭.৫২ শতাংশ আর কংগ্রেস পেয়েছে ৩৭.৪২ শতাংশ ভোট।

Stay Connected

Advt.

%d bloggers like this: