মীযান ডেস্ক: সদ্য সমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটে ৩ রাজ্যেই জয় পেয়েছে বিজেপি। কিন্তু এবার কোনও রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম আগে থেকে ঘোষণা করেনি তারা। তাই জেতার পরেও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। যা নিয়ে বিরোধী দলগুলো খোঁচাও দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে গুঞ্জন শোনা যাচ্ছে, গেরুয়া শিবির ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ তিন রাজ্যেই নতুন মুখ্যমন্ত্রী করে বড় চমক দিতে চাইছে। যাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ওই রাজ্যগুলোতে ভোটারদের মধ্যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর না দেখা দেয়।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক হয়। যাতে মোদি ছাড়াও ছিলেন বিজেপির সভাপতি জে.পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে, ওই বৈঠকেই নাকি ঠিক হয়ে গিয়েছে ৩ রাজ্যে মুখ্যমন্ত্রী কারা হবেন। তবে এটাও ঠিক যে, মুখ্যমন্ত্রী পদে বাছাই করতে হিমশিম খাচ্ছে গেরুয়া ব্রিগেড। কারণ, এই পদে প্রত্যাশী অনেকেই।
মধ্যপ্রদেশে বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাড়াও অন্যতম দাবিদার প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমার। এমনকী কৈলাস বিজয়বর্গীর নামও উঠেছে আলোচনায়।
মরু রাজ্য রাজস্থানেও বসুন্ধরা রাজে সিন্ধিয়া ছাড়াও দৌড়ে রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও অর্জুন রাম মেঘওয়াল, দলের রাজ্য সভাপতি সি.পি যোশী, নবীন নেত্রী দিয়া কুমারী প্রমুখ।
ছত্তিশগড়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. রমণ সিং ছাড়াও রাজ্য সভাপতি অরুণকুমার সাউ, প্রাক্তন আইএএস অফিসার ও.পি চৌধুরীর মতো অনেকের নামই বাতাসে ভাসছে। কিন্তু মনে করা হচ্ছে, পুরনো কেউ নয়, সর্বত্রই নতুন মুখ বাছাই করছেন মোদি-শাহ-নাড্ডারা। এটাই তাদের নয়া চমক বা সারপ্রাইজ। ইতিমধ্যেই সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরা যে যার প্রভাব মোতাবেক লবিং করতে শুরু করেছেন বলে খবর। শেষমেষ কোন রাজ্যে কার কপালে শিকে ছেঁড়ে, সেটাই এখন দেখার।