মীযান ডেস্ক: রবিবার ৮ সেপ্টেম্বর জামাআতে ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলা অফিসে অনুষ্ঠিত হল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ওয়ার্কশপ। সর্বভারতীয় প্রচার অভিযান ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ এবং রেগুলার কর্মসূচিকে মজবুত করার লক্ষ্যে এই অভিনব আয়োজন। জেলার বিভিন্ন ব্লক থেকে উপস্থিত ছিলেন প্রায় ১৫ জন বাছাইকৃত মিডিয়া ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীল ও কর্মীগণ।
এদিনের প্রোগ্রামে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা মিডিয়া ইনচার্জ মহ: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি মহ: সেলিম রেজা স্যাক মেম্বার আইটা ও সহকারী মিডিয়া ইনচার্জ হেলালউদ্দিন আহমেদ প্রমুখ।