‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-র পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার উস্থিতে পথসভা

মীযান ডেস্ক: ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থিতে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল। উক্ত সভায় আলোচনা পেশ করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক তথা ‘মীযান’ পত্রিকার সম্পাদক ডাঃ মসিহুর রহমান, ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-এর আহ্বায়ক ছোটন দাস, সমাজসেবী সানোয়ার আলি পৈলান, ফরিদুল হক সর্দার প্রমুখ। এলাকার বিভিন্ন স্তরের মানুষজন এই সভায় উপস্থিত ছিলেন। ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে দেশজুড়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে আহ্বান জানান বক্তারা। রবিবার ১৪ এপ্রিল বৈকালিক পথসভায় পথচলতি মানুষজন এতে শ্রোতা হিসেবে অংশগ্রহণ করায় ভরা বাজার এলাকায় ভিড় উপচে পড়ে।

Stay Connected

Advt.

%d bloggers like this: