হাওড়া জেলার ডোমজুড়, আন্দুলে সম্প্রীতি স্টল থেকে ইসলামের বার্তা

মীযন ডেস্ক: শুক্রবার ১১ অক্টোবর হাওড়া জেলার ডোমজুড়-২ অঞ্চলের জঙ্গলপুর দুর্গাপূজা কমিটি ও গ্রামবাসীদের নিয়ে সম্প্রীতি এবং ইসলামের বার্তা দিতে অভিনব আয়োজন করা হয়। এই উপলক্ষে পুজো মণ্ডপের ভিতরেই মাইকিং-এর ব্যবস্থা করা হয়। সেখান থেকে অমুসলিম ভাইবোনদের নিকট ইসলামের তাওহীদ বা একত্ববাদের ধারণা এবং কল্কি অবতার বিষয়ে বক্তব্য রাখেন হাওড়ার সহকারী জেলা নাযিম নাসির হোসেন হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমজুড়-২ এর আঞ্চলিক নাযিম জিল্লুর রহমান এবং জামাতের স্থানীয় কর্মীবৃন্দ।

এছাড়াও হাওড়া জেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরের মতো এবারও ‘সম্প্রীতি স্টল’ দেওয়া হয়েছে। সেখান থেকে অমুসলিম ভাইবোন ও দর্শনার্থীদের হাতে নানারকম ইসলামী বইপত্র, বাংলা তরজমা কুরআন, হ্যান্ডবিল ও তথ্যভিত্তিক নানা বিষয়ে ফোল্ডার তুলে দেওয়া হচ্ছে। আন্দুলে সম্প্রীতি স্টলে প্রতিবেশী ভাই-বোনদের সেগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: