মোবাইল, ইন্টারনেট অশ্লীলতা মুক্ত করতে মুশকিল আসান, ডাউনলোড করুন ‘কাহাফ গার্ড’

মীযান ডেস্ক: অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্টফোন নিয়ে আমরা খুবই বিড়ম্বনায় আছি। যখন তখন অনিচ্ছাসত্ত্বেও চোখের সামনে ভেসে ওঠে অশ্লীল, নগ্ন ছবি কিংবা ভিডিও। লোকসমাজে বা ছেলেপুলের সামনে এগুলো খুবই অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। লজ্জায় মাথানত হয়ে যায়। আবার মোবাইল সম্পর্কে যারা খুব একটা জানেন না, তারা ভাবেন হয়ত, ইউজার কত না নোংরা মানসিকতার। আমরা চাইলেও এসব হারাম জিনিসকে কিছুতেই হটাতে পারি না। এবার এসে গেল মুশকিল আসান। কাহাফ গার্ড নামে একটা অ্যাপ ডাউন লোড করলেই সমস্যার সমাধান।

ফিতনা-কালের চরম উর্বর সময়টা অতিক্রম করছি আমরা। চারপাশে হারামের এত বেশি ছড়াছড়ি যে, হাজার চেষ্টা করেও যেন এসব থেকে নিষ্কৃতি পাওয়া দুষ্কর। হাদিসের ভাষায় যেরকম দুষ্কর বলা হয়েছিল হাতের তালুতে আগুনের কয়লা ধরে রাখার বিষয়টাকে। ফিতনা এখন হাতের মুঠোয়। মোবাইল খুললেই যেন হুড়মুড় করে উদ্ভাসিত হয়ে উঠে চোখের সামনে। ফিতনার এই করাল বিষবাষ্প থেকে বাঁচতে আমাদের চেষ্টারও অন্ত নেই। আমরা মোবাইল কম ব্যবহার করি, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকি, হারাম ছড়ায় এমন ব্যক্তি থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখি। কিন্তু এতসব চেষ্টা, তদবিরের পরও কি আমরা আদৌ নিরাপদ? আদৌ কি আমরা সকল হারাম কন্টেন্ট আর তার নির্মাতাদের এড়িয়ে যেতে পারি?

সেটা সম্ভব হয় না। কারণ, এসব হারাম যারা তৈরি করে, আর যারা ছড়ায়, তাদের মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা জড়িত এসবের সঙ্গে। সুতরাং আমি-আপনি দেখতে না চাইলেও আমাদের টাইমলাইনে, আমাদের ভিডিওর মধ্যে, আমাদের পড়তে থাকা আর্টিকেলের মধ্যে তারা কখনও ‘সাজেশান’ অথবা কখনও ‘পুশ’ নোটিফিকেশন আকারে সেসব হারাম ও অশ্লীল কন্টেন্ট, আর তার উৎসকে অনুপ্রবেশ করিয়ে দেয়। স্ক্রীনের এই হারাম দেখা থেকে বাঁচার দুটো উপায় হতে পারে। প্রথম উপায়, স্মার্টফোন ব্যবহার না করা। কিন্তু আমরা জানি, স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে, একে বাদ দিয়ে দৈনন্দিন জীবনকে কল্পনাও করা যায় না। তাহলে দ্বিতীয় উপায় হল, এমন কোনো প্রযুক্তির দ্বারস্থ হওয়া, যারা আমার সামনে অযাচিতভাবে আসা হারাম জিনিসকে আটকে দেবে।

কিন্তু, মুসলিম-ফ্রেণ্ডলি এই প্রযুক্তি কোথায় পাবেন আপনি, তাই তো? আপনার জন্য সেরকমই একটা প্রযুক্তি নিয়েই হাজির হয়েছে ‘কাহাফ গার্ড’। এই অ্যাপ ডাউনলোড করে যদি আপনি মোবাইল ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে রুখে দেবে। অর্থাৎ, আপনি যখন ইউটিউব বা গুগলে কোনোকিছু সার্চ দেন, তখন সাজেশানে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট কিংবা আর্টিকেল লিঙ্ক চলে আসে, যার মধ্যে হারাম কন্টেন্ট বিদ্যমান। ‘কাহাফ গার্ড’ সেসমস্ত হারাম উৎসগুলোকে আপনার সামনে আসতে দিবে না।

কাহাফ গার্ড আরো যেসব সুবিধা আপনাকে দেবে:
১। কোনো ধরণের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়। ফলে, আপনার জন্য যেকোনো সাইটে অ্যাক্সেস নেওয়া আগের থেকে সহজতর হবে।
২। ৫.৫ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করত, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।
৩। ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য রটিয়ে বিভ্রান্তি ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে, এমন অ্যান্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।
৪। পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট-সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।
৫। গুগল/Bing-এ দিবে সেফ সার্চ নিশ্চয়তা, যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে।
৬। ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।
মোস্ট ইন্টারেস্টিংলি, কাহাফ গার্ড অ্যাপ একদম ফ্রি এবং সম্পূর্ণ অ্যাড বা বিজ্ঞাপন মুক্ত অ্যাপ। শুধুমাত্র মুসলিমদের জন্য নিরাপদ এবং হারাম মুক্ত ইন্টারনেট নিশ্চিত করাই এই প্রোজেক্টের একমাত্র লক্ষ্য।
কমেন্টে দেওয়া লিঙ্কগুলো থেকে Kahf Guard অ্যাপটা ডাউনলোড করে নিন। অথবা, প্লে-স্টোর/অ্যাপ স্টোরে গিয়ে Kahf Guard লিখলেই পেয়ে যাবেন। কাহাফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে। নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশি ও পরিচিত জনদের সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন।

Stay Connected

Advt.

%d bloggers like this: