ফলাফল ঘোষণার আগেই কাজ শুরু করলেন মোদি, একদিনে সাত বৈঠক করে বিতর্কে বিদায়ী প্রধানমন্ত্রী

মীযান ডেস্ক: আগামীকাল মঙ্গলবার ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা। তার দুদিন আগেই ‘দাপ্তরিক কাজ’ শুরু করে দিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সব মিলিয়ে সাতটি বৈঠক করে মোদি স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচনের ফল তাঁর পক্ষেই যাচ্ছে। পরবর্তী প্রধানমন্ত্রীও তিনিই হবেন। কিন্তু গণনা এবং ফলাফল ঘোষণার আগে এভাবে বৈঠক করার অধিকার বা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলোর কেউ কেউ।

এদিনের বৈঠকের বিষয়গুলোও মোদি নিজেই নিশ্চিত করেছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ঘূর্ণিঝড় ও তারপরে দেশের বিভিন্ন প্রান্তে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে জরুরি ভিত্তিতে পর্যালোচনার জন্য রবিবার বৈঠক হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে কী ধরনের তৎপরতা হচ্ছে, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।’

এদিকে প্রায় সব সংস্থার বুথফেরত সমীক্ষায় বিজেপি তথা এনডিএ-কে এগিয়ে রাখার পর রবিবার দীর্ঘ বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতারা। তবে এই বৈঠক শুধু শীর্ষ নেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভিডিও কলে সারা দেশের প্রার্থীদের যুক্ত করা হয়। ৪ জুন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। বুথফেরত জরিপকে ‘ভাঁওতা’ বলে উল্লেখ করেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

মোদির সাত বৈঠক: বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সারা দিনে সাতটি বৈঠক করেন। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমাল-পরবর্তী পর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়া থেকে শুরু করে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম ১০০ দিনে বিজেপি কী ধরনের কাজ করতে পারে তা-ও পর্যালোচনা করেন মোদি। ভোট প্রক্রিয়া শুরু থেকেই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আমলাদের কিছু দায়িত্বও দেওয়া হয়েছিল বিষয়টি দেখভাল করার জন্য। রোববার সেই পরিকল্পনা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

Stay Connected

Advt.

%d bloggers like this: