মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ, দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ১ নং ব্লক ও মেট্রো সিটি বজবজ শাখার যৌথ উদ্যোগে শাঁখপুকুর কারকুন হালকায় ৬ অক্টোবর ২০২৪ রবিবার “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” শিরোনামে দেশজুড়ে চলমান ক্যাম্পেইনকে সামনে রেখে প্রায় ৪০০ জন মহিলার উপস্থিতিতে অনুষ্ঠিত হল “মহিলা সমাবেশ”। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আমীরে হালকা মুহাম্মদ নূরুদ্দীন, রাজ্য মহিলা শাখার সম্পাদিকা মঞ্জুরা খাতুন, রাজ্য শিক্ষক সংগঠন আইটা-র রাজ্য সভাপতি জুলফিকার আলী মোল্লা, দক্ষিণ ২৪ পরগনার জেলা নাযিম সানোয়ার আলি পৈলান, জেলা নাযিমা আলোকলতা বিবি, মেট্রো সিটির বজবজ শাখার দায়িত্বশীল সেখ সাইফুদ্দিন, বজবজ এক নম্বর ব্লকের নাযিম সেখ হাসিবুর রহমান ও নাযিমা কামরুন জামিলা প্রমুখ।