মীযান ডেস্ক: শনিবার ৭ সেপ্টেম্বর বিকালে জামাআতে ইসলামী হিন্দ-এর পরিচালনায় ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে হাওড়া জেলার উলুবেড়িয়ার বাহাদুরপুর হালকায় মহিলাদের উদ্যোগে এক মহতী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য নাযিমা রেহানা সুলতানা, প্রাক্তন আঞ্চলিক নাযিমা রশিদা বেগম, সহকারী আঞ্চলিক নাযিমা তনুজা বেগম, বাহাদুরপুর হালকার নাযিমা এবং জিআইও বাহাদুরপুর সার্কেলের অর্গানাইজার জারিন খান প্রমুখ।
প্রাক্তন আঞ্চলিক নাযিমা রশিদা বেগমের দারসে কুরআনের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। তিনি নৈতিকতার গুরুত্ব এবং কুরআনের দৃষ্টিতে সঠিক পথপ্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। এর মাধ্যমে উপস্থিত মহিলারা প্রেরণা লাভ করেন এবং সমাজে নৈতিকতা রক্ষার গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা যায়।
ক্যাম্পেইনের লক্ষ্য-উদ্দেশ্য এবং এর গুরুত্ব বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্য নাযিমা রেহানা সুলতানা। তিনি নৈতিকতার ভিত্তিতে একটি সুষ্ঠু সমাজ গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং নৈতিকতা কীভাবে মানুষের স্বাধীনতা এবং অধিকারকে সুরক্ষিত করে, তা তুলে ধরেন। তাঁর কথায়, দেশজুড়ে চলমান সেপ্টেম্বর মাসব্যাপী এই ক্যাম্পেইনের লক্ষ্য হল সমাজে নৈতিকতার ভিত্তিতে সঠিক দিশা প্রদানের মাধ্যমে মানুষের চেতনা জাগানো।
জিআইও বাহাদুরপুর সার্কেলের অর্গানাইজার জারিন খান “পর্দার বাস্তব রূপ” বিষয়ে আলোকপাত করেন। ইসলামের দৃষ্টিতে পর্দার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, পর্দা কেবলমাত্র বাহ্যিক আবরণ নয়, এটি নারীর মর্যাদা এবং নিরাপত্তার প্রতীক। তিনি মহিলাদেরকে পর্দার গুরুত্ব অনুধাবন করে সেই মোতাবেক পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন।
সহকারী আঞ্চলিক নাযিমা তনুজা বেগম ক্যাম্পেইন উপলক্ষে আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এই মহতী উদ্যোগে কীভাবে সক্রিয় অংশগ্রহণ করা যায় এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। বিশেষভাবে জোর দেন, সকলকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে নৈতিকতার প্রচারে নিজেদের ভূমিকা পালন করতে হবে।
ইসলামী সংগীত পরিবেশন করেন জিআইও বাহাদুরপুর সার্কেলের নাজনিন খান। সম্পূর্ণ প্রোগ্রামটি সুচারুভাবে পরিচালনা করেন আসিফা পারভিন।