মীযান ডেস্ক: নারী নির্যাতনে নথিভুক্ত অভিযোগের নিরিখে দেশে সবথেকে এগিয়ে রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। নারী নির্যাতন সংক্রান্ত দেশের সমস্ত মামলার ৫৫ শতাংশ হয়েছে গো-বলয়ের প্রধান বলে পরিচিত এই রাজ্যে। সদ্য সমাপ্ত ২০২৩ সালের তথ্য বলছে, জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ নারী নির্যাতনের ঘটনায় গোটা দেশে ২৮ হাজার ৮১১ টি মামলা দায়ের করেছে আদালতে। এসব মামলার অর্ধেকেরও বেশি হয়েছে কেবল বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে।
অথচ বিজেপির দ্বিতীয় পোস্টারবয় যোগী আদিত্যনাথ বেটি বাঁচাও, বেটি পড়াও-এর স্লোগান নিয়ে খুব বেশি আদিখ্যেতা দেখিয়ে থাকেন। জিরো টলারেন্সের কথাও বলে থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তারপরও নারী নির্যাতন বা মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে যোগীর রাজ্য।
উত্তরপ্রদেশের পর রয়েছে যথাক্রমে দিল্লি, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, তামিলনাডু। তারপর আছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবাংলায় নারী নির্যাতনের ৫৬৯টি ঘটনা রেকর্ড করেছে জাতীয় মহিলা কমিশন। বাংলার পর রয়েছে কর্ণাটক। ২০২২ সালে ৩০ হাজার ৮৬৪টি মামলা দায়ের করেছিল এনসিডব্লিউ। অর্থাৎ ২২ এর তুলনায় ২৩ সালে সামান্য অপরাধ কমেছে বলা যায়।
উল্লেখ্য, এনসিআরবি-র রিপোর্ট বলছে, গোটা দেশে প্রায় ২৯ হাজার নারী নির্যাতনের ঘটনার মধ্যে শুধুমাত্র হেনস্থার মামলা হয়েছে ৮ হাজার ৫৪০টি। গার্হস্থ হিংসার মামলা ৬ হাজার ২৭৪টি, পণের জন্য নারী বা বধূ নির্যাতন ৪ হাজার ৭৯৭টি, শ্লীলতাহানির মামলা দায়ের হয়েছে ২ হাজার ৩৪৯টি। আবার অপরাধের শিকার হওয়া নারীদের অভিযোগের ব্যাপারে পুলিশি গাফিলতি বা উদাসীনতার মামলা হয়েছে ১ হাজার ৬১৮টি। এছাড়াও ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা সংক্রান্ত মামলা ১ হাজার ৫৩৭টি।