দক্ষিণ দিনাজপুরের বনিপাড়া মোকামে মসজিদ ভিজিট প্রোগ্রাম

মীযান ডেস্ক:  অমুসলিম ভাইদের মধ্যে মসজিদ সম্পর্কে সু-ধারণার বিস্তার ঘটানোর জন্য এবং মুসলিম-অমুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাসের বাতাবরণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির মেলবন্ধনকে সুদৃঢ় করার জন্য জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে রাজ্যজুড়ে ‘মসজিদ ভিজিট’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বনিপাড়া মোকামে মসজিদ ভিজিট প্রোগ্রামের আয়োজন করা হয়। এই অভিনব প্রোগ্রামে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামীর দক্ষিণ দিনাজপুর জেলার বিভাগীয় সম্পাদক জনাব রিয়াজুল ইসলাম, প্রবীণ রুকনে জামাআত  আব্দুল লতিফ মিঞা, জালালউদ্দীন আহম্মেদ প্রমুখ।

অজু, মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোওয়া এবং তার অর্থ, আযান, মুয়াজ্জিন, নামায, ইমাম, সূরা ফাতিহা, সূরা মাউন, সূরা ইখলাসের অর্থ ও মর্মার্থ, মসজিদ, মিম্বর, মেহরাব প্রভৃতি বিষয়ে মনোগ্রাহী আলোচনা করেন রিয়াজুল ইসলাম সাহেব। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, “এই মসজিদ ভিজিট প্রোগ্রামের মাধ্যমে আমরা মূলত অমুসলিম ভাইদের বার্তা দিতে চাই যে, মসজিদ হল এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা মহান আল্লাহর ইবাদতগাহ বা উপাসনালয়। সেই সঙ্গে মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্রতম, শান্তিপূর্ণ, নিরাপদ, সাম্য ও সুবিচার এবং ঐক্য ও সংহতির জায়গা।”

প্রোগ্রাম শেষে আমন্ত্রিত অমুসলিম ভাইয়েরা প্রায় সকলেই বলেন, জামাআতে ইসলামী হিন্দের এই অভিনব উদ্যোগে তাঁরা অভিভূত ও খুশী হয়েছেন। এই ধরনের সময়োপযোগী প্রোগ্রাম আরো বেশি বেশি করলে পারস্পরিক সামাজিক সম্প্রীতি, সংহতি ও মেলবন্ধন আরো সুদৃঢ় হবে।‌ ভুল বোঝাবুঝি নিরসন হবে।

Stay Connected

Advt.

%d bloggers like this: