মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ কোচবিহার জেলার দিনহাটা মোকামের তৎপরতায় অনুষ্ঠিত হল মসজিদ ভিজিট কর্মসূচি। এই অভিনব কর্মসূচিতে নেতৃত্ব দেন জামাআতে ইসলামী হিন্দের কোচবিহার জেলার নাযিম মোহাম্মদ রফিউদ্দিন সাহেব। মসজিদ ভিজিট কর্মসূচিতে দিনহাটা শহরের বিশিষ্ট শিক্ষক, বিভিন্ন পেশাজীবীর মানুষজন, প্রভাবশালী বেশ কিছু অমুসলিম ভাই জামাআতের ডাকে সাড়া দিয়ে অংশগ্রহণ করেন।
মসজিদের ভেতরে মুসলিমরা কীভাবে ইবাদত করেন এবং মসজিদ সংক্রান্ত অন্যান্য খুঁটিনাটি বিষয় অমুসলিম ভাইদের নিকট তুলে ধরেন জেলা নাযিম মহঃ রফিউদ্দিন সাহেব। এতে অমুসলিম ভাইয়েরা খুবই আনন্দিত হন। জামাআতের এই ধরনের কর্মসূচিকে তারা সাধুবাদ জানান এবং এতে করে পরস্পরের মধ্যে ভুল ধারণা দূর হয়ে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, আমেরিকা-ইউরোপের দেশগুলো তথা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ ভিজিট প্রোগ্রাম খুব বেশি দেখা যায়। পারস্পরিক সম্প্রীতি, সংহতি, আন্তঃধর্ম সমন্বয় এর বার্তা দিতে এবং সর্বোপরি একে অপরের ধর্ম চর্চা ও ধর্মীয় অনুশীলন সম্পর্কে জানাতে ও পারস্পরিক ভুল ধারণা দূর করতে এই ধরনের কর্মসূচি নিয়ে থাকেন ওইসব পশ্চিমা দেশের মুসলিমরা। বিশেষ করে পবিত্র রমযান মাসে এমন কর্মসূচি খুব বেশি দেখা যায়। যাতে অমুসলিম মূলত খ্রিস্টানরা তাদের প্রতিবেশী মুসলিমদের আহ্বানে সাড়া দিয়ে মসজিদ পরিদর্শন করতে আসেন। সেখানে অমুসলিমদের হাতে ইসলাম সম্পর্কে নানারকম বইপত্র, হ্যান্ডবিল, ফোল্ডার ইত্যাদি তুলে দেওয়া হয়। এ দেশেও একইভাবে সেতুবন্ধনের লক্ষ্যে জামাআতে ইসলামী হিন্দ তাদের দাওয়াতী প্রোগ্রামের অধীন এই মসজিদ ভিজিট কর্মসূচি নিয়ে থাকে।