মীযান ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ব্লক-২ এর অন্তর্গত হাসনেচা জামে মসজিদে "আমাদের মসজিদে আসুন" শিরোনামে এক অভিনব কর্মসূচির আয়োজন করেছিল জামাআতে ইসলামী হিন্দ এর সংগঠকরা। রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ আসরের নামাযের পর ১০ জন অমুসলিম ও ৭০ জন মুসলিমের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী অমুসলিমদের মধ্যে ছিলেন বজবজ-২ ব্লকের অফিসার, কলকাতা হাইকোর্টের উকিল, বিড়লাপুর জুট কারখানার ম্যানেজার, শিক্ষক, প্রাক্তন শিক্ষক, ব্যবসায়িক প্রমুখ বিশিষ্টজন। প্রোগ্রামের শুরুতে জীবনবিধান পবিত্র কুরআনের সূরা ইখলাস তেলাওয়াত করেন সফিউল ইসলাম। এ ধরনের অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বজবজ-২ ব্লকের নাযিম আলতাফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। আগত অমুসলিমদের হাতে বাংলায় তরজমা কুরআন, ইসলামিক বইপত্র, বিভিন্ন দাওয়াতী ফোল্ডার ও গোলাপ ফুল দিয়ে সম্মানিত করে স্বাগত জানানো হয়। তাঁদেরকে অভিনন্দন জানান উক্ত মসজিদের পরিচালন কমিটির সভাপতি মুজিবর রহমান। অমুসলিম অতিথিদেরকে ওযু খানায় নিয়ে গিয়ে ওযু করার পদ্ধতি ও ওযুর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন হাসনেচা সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা সামসুদ্দিন সাহেব। সকলকে ভিতরে নিয়ে গিয়ে মসজিদের পরিদর্শন করানো হয়। এরপর নামাযের মধ্যে কী কী পড়া হয় এবং কীভাবে নামায আদায় করা হয় – সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এর পর মাগরিবের নামায অনুষ্ঠিত হয়। আগত অমুসলিম ভাইসকল মসজিদের একপাশে বসে তা পর্যবেক্ষণ করেন। তাঁরা মসজিদ, ওযু ও নামায সংক্রান্ত সবকিছু দেখে এবং বক্তব্য শুনে খুশি হন। সার্বিক মসজিদ ভিজিট প্রোগ্রামে বজবজ-২ ব্লকের বিভিন্ন পর্যায়ের জামাআত কর্মীগণ উপস্থিত ছিলেন ও আন্তরিকভাবে সহযোগিতা করেন। সমগ্র অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় বিশেষ সহযোগিতা করেন বজবজ ব্লক-২ এর দাওয়াত বিভাগের দায়িত্বশীল সেখ জামালউদ্দিন। জামাআতের উদ্যোগে এই বিশেষ ও অভিনব কর্মসূচি হাসনেচা গ্রামে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁরা জামাআতের স্থানীয় নেতা-কর্মীদের এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে করার আবেদন জানান।