মীযান ডেস্ক: সুপ্ত প্রতিভার বিকাশে, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একঝাঁক কলম-সৈনিক তৈরীর প্রয়াসে ‘প্রত্যয় সাহিত্য পরিষদ’ আয়োজিত ঈদ মিলনী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল। বুধবার ১ মে হাওড়া জেলার উলুবেড়িয়া নিমদিঘি হাই মাদ্রাসা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিনব ঈদ মিলনী সাহিত্য উৎসবের আয়োজন হল।এতে উপস্থিত ছিলেন প্রত্যয় সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষক আব্দুল মান্নান, সম্পাদক শেখ লিয়াকত হোসেন, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান মোল্লা, শিক্ষক জামিনুল ইসলাম, হানিফ মোল্লা, শিক্ষক সেখ মহম্মদ আরিফুল্লা, কনভেনর জুবায়ের আহসান, নূর আহম্মদ মোল্লা, অনিন্দিতা দাস, সংহিতা ঘোষাল-সহ আরও অনেক বিশিষ্টজন, কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী।
‘সমাজ গঠনে কবি, সাহিত্যিকদের ভূমিকা’ – বিষয়ের ওপর আলোচনা চক্রে অংশগ্রহণ করেন শিক্ষক সেখ আলিমুদ্দিন, সমাজসেবী নূর আহম্মদ মোল্লা, সাহিত্যিক কৌশিক গৌতম, আকাশবাণীর সাংবাদিক মহঃ মহসিন, সাংবাদিক মধুসুদন বাগ, কবি ও সমাজসেবী আশীষ বন্দ্যোপাধ্যায়, মনগহীন e ম্যাগাজিন এর যুগ্ম সম্পাদক তাপস কুমার চক্রবর্তী, BRA United High School এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রাক্তন শিক্ষক লেখক ও প্রাবন্ধিক সেখ সোলেমান, গবেষক অম্লান সাঁতরা প্রমুখ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বরচিত কবিতা ও অণুগল্প পাঠের আসর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন কবি, সাহিত্যিক অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট লেখক, ঔপন্যাসিক ইসমাইল দরবেশ, রোডম্যাপ পত্রিকার সম্পাদক লেখক ও কবি এম আব্দুর রহমান, প্রাবন্ধিক ও গ্রন্থকার ডা. সেখ নূর মোহাম্মদ প্রমুখ। দর্শক, শ্রোতা এবং সাহিত্যকর্মী হিসেবে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমন্ত্রিত অতিথিদের সকলকে ব্যাজ, উত্তরীয় ও মেমেন্টো প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন শাহনাওয়াজ খান ও আমিরুল হাসান।