বিশ্বজুড়ে উদ্বাস্তু বা গৃহহীন মানুষের সংখ্যা সাড়ে ১১ কোটি: রাষ্ট্রসংঘ

মীযান ডেস্ক:  বিশ্বজুড়ে ১১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত বা গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। বুধবার প্রকাশিত সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে, সংঘাত-সংঘর্ষ, সামরিক হামলা ও যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের ব্যর্থতার কারণে এই অসহায় মানুষের সংখ্যা বাড়ছে।

রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাদের রিপোর্টে জানিয়েছে, যুদ্ধ, হত্যাযজ্ঞ, সন্ত্রাস, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১১ কোটি ৪০ লাখ। যা গত বছরের থেকে ৫৬ লাখ বেশি।

১৯৭৫ সাল থেকে প্রতিবছর সংস্থাটি এই সংখ্যা রেকর্ড করে আসছে। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ বাস্তুচ্যুতের রেকর্ড। ২০২৩ এর প্রথমার্ধে কারণ ছিল ইউক্রেন, সুদান, মিয়ানমার ও কঙ্গোর যুদ্ধ। আফগানিস্তানের মানবিক সংকট ও সোমালিয়ার প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতা।

চলতি বছর মাঝামাঝি সময়ে ১ কোটি ১০ লাখ ইউক্রেনীয় নাগরিক রুশ আগ্রাসন থেকে বাঁচতে পালিয়ে যায়। সুদানের গৃহযদ্ধের কবলে পড়েছে ৩০ লাখ মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি বিমান হামলায় এই সংখ্যা মাত্র ২০ দিনে ত্বরান্বিত হয়েছে। শুধু অক্টোবর মাসেই ১৪ লাখ ফিলিস্তিনি নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে। তৈরি হয়েছে চরম মানবিক সংকট।

ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি আন্তর্জাতিক মহলকে ব্যর্থ বলে উল্লেখ করে এই সংকট সমাধানে মানবিক ও নৈতিক দিকে থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তথ্য বলছে, ২০২২ সালের শেষে সংখ্যাটি ছিল ৯ কোটি ৪০ লাখ। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসেই ১ কোটি ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজায় ইজরায়েলি আগ্রাসনে চলতি মাসে আরো ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জানা গিয়েছে, বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া লোকজনের এক-তৃতীয়াংশই আফগানিস্তান, সিরিয়া ও ইউক্রেনে।

Stay Connected

Advt.

%d bloggers like this: