মীযান ডেস্ক: মুসলিম বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার মুসলমানেরা সরকারের কাছে দাবি জানিয়ে চলেছে। সরকার মুসলমানদের প্রতি সম্মান জানিয়ে সেই দাবি পূরণ করেছে। দক্ষিণ আফ্রিকা সরকার মুসলিম বিবাহ পদ্ধতি ‘নিকাহনামা’-কে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। শুক্রবার সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. লিওন শ্রেইবার মুসলিম বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন।
তিনি জানান, শুক্রবার অফিসিয়ালি ৬৬ জন মুসলিম পুরুষ ও নারীর নিকাহ রেজিস্ট্রেশন করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এই প্রথম মুসলিম নিকাহ সরকার কর্তৃক নথিভুক্ত হওয়ায় তিনি নিজেও গর্ববোধ করছেন। তাঁর কথায়, মুসলমানরা ৩৫০ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ইতিবাচক অবদান রেখে চলেছেন। তাই এই সিদ্ধান্ত আরও আগে হওয়া উচিত ছিল বলে আক্ষেপ করেন তিনি।
মুসলিম বিবাহকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে বিবাহের শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান বিষয়ে মন্ত্রী হিসেবে তিনি বলেন, এটা আমার জন্য ব্যক্তিগত সম্মানের। দক্ষিণ আফ্রিকার মুসলমানদের জন্য সরকারের পক্ষ থেকে এটি নিঃসন্দেহে এক মাইলফলক। উল্লেখ্য, দেশটির জনসংখ্যা ৬ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে মুসলিম ১.৮ শতাংশ। সংখ্যার নিরিখে ৫ লক্ষ ৫৫ হাজারের মতো।