মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় ‘সম্প্রীতি স্টল’ এর আয়োজন করা হয়েছে। বাদুড়িয়া দিদিমণি রোডে সম্প্রীতির বার্তাবাহী এই স্টল দেওয়া হয়েছে। মূলত ইসলাম সম্পর্কে অমুসলিমদের ভুল ধারণা দূর করতে এবং আন্তঃধর্ম সমন্বয়ের পরিসর আরো বাড়াতে, পারস্পরিক ভাব ও মত বিনিময়ের লক্ষ্যে প্রতি বছর দুর্গাপুজো চলাকালে ৪ দিন ধরে রাজ্যের সব জেলার বিভিন্ন অঞ্চলে এই সম্প্রীতি স্টল দেওয়া হয়। এখান থেকে পথচলতি, দর্শনার্থী অমুসলিম ভাইবোনদের হাতে ইসলামী বই-পুস্তক, ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের ওপর তথ্যভিত্তিক হ্যান্ডবিল, ফোল্ডার এবং পানীয় জল, প্রাথমিক চিকিৎসার উপকরণ ও ওষুধ ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাদুড়িয়ার ব্লক নাযিম রাকিবুল ইসলাম, উত্তর ২৪ পরগনার জেলা তরবিয়াত ইনচার্জ মাওলানা ইসমাইল হক, কবি ও গীতিকার তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ব্লকের পক্ষ থেকে টোনা সর্বজনীন দুর্গোউৎসব মণ্ডপের পাশেও সম্প্রীতি স্টলে উপস্থিত ছিলেন হাড়োয়ার ব্লক নাযিম আব্দুল খালেক, জেলা সমাজসেবা বিভাগের ইনচার্জ আলী আজগার সহ জামাআতের স্থানীয় কর্মী, সদস্যরা।