মীযান ডেস্ক: রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ জামাআতে ইসলামী হিন্দের চতুর্বার্ষিকী পরিকল্পনাকে সামনে রেখে হুগলী জেলায় জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে আয়োজন করা হল বিশেষ ওরিয়েন্টেশন ক্যাম্প। আরামবাগ মহকুমার অন্তর্গত হরিণখোলা বাজারে অবস্থিত ‘আয়েশা মসজিদ’ বা জেলা জামাআত কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার সকল হালকা ও মোকাম থেকে বাছাইকৃত প্রায় ১০০ জন কর্মী অংশগ্রহণ করেন।
এ দিনের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন জামাআতের প্রাক্তন রাজ্য সভাপতি তথা আমীরে হালকা রহমত আলী খান। এছাড়া ছিলেন রাজ্য মজলিসে শূরার সদস্য মুহাম্মদ তাহেউদ্দিন, রাজ্যের বিভাগীয় সেক্রেটারী অ্যাডভোকেট রফিকুল ইসলাম। জেলা নাযিম সৈয়দ সাইফুল্লা, জেলা নাযিমা আজমীরা খাতুন ও সহকারী জেলা নাযিমা সাহিনা সুলতানা-সহ জেলার বিভাগীয় জিম্মাদার মিনহাজ আফরোজ, আবু লাইস সামীম, আশিক ইকবাল মল্লিক, মুদাসসির নিয়াজ, আঞ্চলিক নাযিম ও নাযিমাগণ এবং জেলার বিভিন্ন এলাকার কিছু নির্বাচিত পুরুষ ও মহিলা কর্মীবৃন্দ।
জেলার মালিয়াত ইনচার্জ জামালউদ্দীন খান এর তাযকীর বিল কুরআনের মাধ্যমে প্রোগ্রামের ফাতিহা হয়। নাযিমে ইজতেমার দায়িত্বে ছিলেন হরিণখোলার আঞ্চলিক নাযিম সাদেক আলি মল্লিক। সকলের অংশগ্রহণের মাধ্যমে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রাক্তন আমীরে হালকা রহমত আলী খান সাহেবের আখেরি হেদায়াত ও মোনাজাতের মধ্য দিয়ে এদিনের আয়োজন সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হুগলী জেলা জামাআতের যুব বিভাগের সেক্রেটারি সেখ জিয়ারত আলি ও সেখ আমানুল্লাহ।
উল্লেখ্য, জেলা থেকে রাজ্য তথা সমগ্র দেশজুড়ে জামাআতের এই ক্যাম্প চলছে। এর মূল উদ্দেশ্য হল আগামী চার বছরের নতুন মীকাতে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করা। একইসঙ্গে জামাআত আগামী চার বছরে দেশজুড়ে কী কী কাজ করতে চায়, টার্গেট ওরিয়েন্টেড সেই পরিকল্পনা বা কর্মসূচি ও সেই সংক্রান্ত প্রস্তাব নিয়ে সংগঠনের কর্মীদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই ওরিয়েন্টেশন ক্যাম্পে।