মীযান ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’-এর পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোল্লারঠেসে জেলা জামাআত অডিটোরিয়াম হলে বাছাই করা প্রায় ৫০ জন কর্মীকে নিয়ে এক ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় ১০ মার্চ রবিবার। উক্ত ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শাদাব মাসুম, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নাযিম সানোয়ার আলি পৈলান-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করতে দেশজুড়ে জোরদার তৎপরতা চালাচ্ছে ‘সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন, অরাজনৈতিক সংগঠন, বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির লোকজন এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জেলায় মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করছে এবং ফ্যাসিবাদী শক্তির টার্গেট, তাদের নির্বাচনী ছক ও হীন কৌশল এবং সর্বোপরি বিদ্বেষ ও বিভাজনমূলক এজেন্ডা সম্পর্কে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এইভাবে সম্পূর্ণ গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে বিকল্প জনমত গঠনে দেশজুড়ে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছে। এই মঞ্চের মূল টার্গেট গল আসন্ন লোকসভা নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে দেশে সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ ফেরানো, বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকে অক্ষত রাখা। সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে চলেছে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।