মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে সেপ্টেম্বর মাসব্যাপী দেশজুড়ে এক ক্যাম্পেইন কর্মসূচি নেওয়া হয়েছে। ‘নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি’ শিরোনামে সেই প্রস্তাবিত ক্যাম্পেইনের লক্ষ্যে সব রাজ্যেই চলছে ওরিয়েন্টেশন ক্যাম্প। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই ক্যাম্প চলছে। তারই অংশ হিসেবে উত্তর ২৪ পরগনা জেলার ট্যাংরা-কাদপুর মোড়, বিড়া-আমডাঙ্গা রোডে অবস্থিত ক্ষণিকা অনুষ্ঠান গৃহে ১৮ আগষ্ট, ২০২৪ রবিবার এই ক্যাম্পের আয়োজন করা হয়।
দারসে কুরআনের মাধ্যমে প্রোগ্রাম আরম্ভ করেন জেলা নাযিম মাওলানা রফিকুল ইসলাম। ক্যাম্পেইনের সফল রূপরেখা পেশ করেন সহকারী জেলা নাযিম মাওলানা আব্দুল আজিজ মোল্লা। এছাড়াও ছিলেন হাওড়া জেলার সহকারী নাযিম জুলফিকার আলী মোল্লা। ক্যাম্পেনের বক্তব্যের ধরন অনুযায়ী বাক্য চয়ন, সতর্কতা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন জামাআতের মহিলা শাখার দক্ষিণবঙ্গ ইনচার্জ মুহতারামা মঞ্জুরা বিবি। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যা কিছু সংবিধানে বিধিবদ্ধ আছে – সে সম্পর্কে আলোকপাত করেন দাওয়াহ ইনচার্জ গোলাম হোসেন। ইসলামে পর্দার বিধানই নারীদের সুরক্ষিত সমাজ উপহার দিয়েছে – এ বিষয়ে আলোচনা করেন মোহতারামা মাহফুজা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন আমডাঙা ব্লকের সহকারী নাযিম মোহা: সাবির আহমেদ, জিআইও-র সালমা সিরিন, মোবাশ্বেরা মারুফা, সলিডারিটি ইউথ মুভমেন্ট উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি সাহারুক হাসান, মাওলানা ইসমাইল হক, শিক্ষক সংগঠন আইটা-র সদস্য মোস্তাফা জামান, জেলা মালিয়াত ইনচার্জ মোবাশ্বিরুল ইসলাম। আখেরী হেদায়েত ও দোয়ার মাধ্যমে এদিনের ওরিয়েন্টেশন ক্যাম্প সমাপ্ত হয়।
