পাকিস্তান: পার্লামেন্ট ভেঙে দিয়ে ইস্তফা শাহবাজের, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রাক্তন বিদেশসচিব জিলানী

মীযান ডেস্ক: পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিতে সে দেশের প্রেসিডেন্টকে সুপারিশ করলেন প্রধানমন্ত্রী। ওই দেশের সংবিধান মোতাবেক সংসদীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে হয়। তার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হয়। সেইমতো বুধবার রাতে ইস্তফা দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করানোর জন্য রাষ্ট্রপতি আরিফ আলভিকে সুপারিশ করেন শাহবাজ শরিফ।

এদিন শেষবারের মতো পার্লামেন্টে ভাষণ দিতে বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বীকার করে নিলেন, বিগত ৩৮ বছরের রাজনীতিতে তিনি এতটা কঠিন সময় পার করেননি। বক্তব্যের প্রথমেই তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন বিদেশ সচিব জলিল আব্বাস গিলানীর নাম ঘোষণা করেন। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর চাচাত ভাই জলিল আব্বাস। আপাতত এই প্রাক্তন শীর্ষ আমলার হাতেই পাকিস্তানের শাসনভার ন্যস্ত হল। তাঁর নেতৃত্বে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচন।

Stay Connected

Advt.

%d bloggers like this: