মীযান ডেস্ক: পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের সাংসদ আনোয়ারুল হক কাকার। শনিবার সে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সাংসদ।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও জাতীয় পরিষদের (এনএ) বিরোধী দলনেতা রাজা রিয়াজ আহমেদ এক বৈঠকে সিনেটর আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ঐকমত্য পোষণ করেন। এরপরেই সরকারিভাবে ঘোষণাটি দেওয়া হয় এবং রাষ্ট্রপতি আরিফ আলভিকে সুপারিশ করেন শাহবাজ শরীফ।
দুদিন আগে অবশ্য প্রাক্তন বিদেশ সচিব জলিল আব্বাস গিলানীর নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু গিলানীর নামে ঐক্যমত না হওয়ায় এবার কাকারকে চূড়ান্তভাবে ঘোষণা করা হল। এ প্রসঙ্গে রাজা রিয়াজ আহমেদ বলেন, আমরা ভাবছিলাম ছোট কোনো প্রদেশের কেউ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হোক এবং যার ব্যক্তিত্ব নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সেইমতো আমরা ঐক্যমত হতে পেরেছি যে, আনোয়ারুল হক কাকার হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী।
বুধবার বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পার্লামেন্ট ভেঙে দিয়ে পদত্যাগ করেন এবং কেয়ারটেকার সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতিকে অবগত করেন। উল্লেখ্য, পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনের ৯০ দিন আগে সরকার ও প্রধানমন্ত্রী সহ সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। এই অস্থায়ী সরকারই আপাতত মাস তিনেক দেশের শাসন পরিচালনা করে এবং এই সরকারের অধীনেই পরবর্তী পার্লামেন্ট নির্বাচন হয়।
তবে পরবর্তী নির্বাচন একেবারে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে হওয়ার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। কারণ সে দেশের অন্যতম জনপ্রিয় জননেতা প্রাক্তন ক্রিকেট টিমের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে গত এপ্রিলে ক্ষমতাচ্যুত করা হয়। তারপর দেশটিতে অস্থিরতা শুরু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ দেশের শাসন ক্ষমতায় আসীন হন। এই সরকার শুরু থেকেই ইমরানকে রাজনীতি থেকে বিদায় করার ছক কষে চলেছে বলে অভিযোগ রয়েছে। সেইমতো ইমরানকে রাজনীতির ময়দান থেকে চিরতরে নির্বাসনে পাঠানোর লক্ষ্যে একের পর এক অভিযোগে জেলে রাখা হয়েছে। কদিন আগেই ইমরানকে তিন বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। তার তিনদিনের মাথায় ইমরানকে রাজনীতি থেকেও নিষিদ্ধ ঘোষণা করেছে সে দেশের নির্বাচন কমিশন।
