মীযান ডেস্ক: একতরফা ইজরায়েলি যুদ্ধের কবলে ফিলিস্তিন এবং বিশেষ করে গাজার সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল পশ্চিমবঙ্গের মিল্লী নেতৃবৃন্দ। নিষ্পাপ মানবীয় জীবন, বিশেষত প্রতিনিয়ত শিশু ও নারীদের নির্বিচারে হত্যাযজ্ঞ, খাদ্য, পানীয়, ওষুধ ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা এবং জনবসতিপূর্ণ এলাকায় বিরামহীন বোমা বর্ষণ এবং গাজা উপত্যকাকে জন-শূন্য করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
বিবৃতিতে বলা হয়েছে, ”ইহুদীরা বিগত সাড়ে সাত দশক ধরে লাগাতার ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উৎখাত ও জমি-জায়গা থেকে বেদখল করে চলেছে এবং ওই ভূখণ্ডের মূলনিবাসী অর্থাৎ ফিলিস্তিনিদের উপর ক্রমাগত পাশবিক ও বর্বরোচিত নির্যাতন চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আইন-কানুনের তোয়াক্কা না করে ফিলিস্তিনি অঞ্চলে প্রতিনিয়ত অবৈধ বসতি স্থাপন এবং ‘মসজিদে আক্বস্বা’র মর্যাদাহানি করে চলেছে এবং এই ধরণের অন্যান্য আগ্রাসী নীতিমালা এলাকায় শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। আমরা ক্ষমতাসীন সরকারের কাছেও দাবি করছি, ভারতের চিরাচরিত সাম্রাজ্যবাদ বিরোধী এবং ফিলিস্তিনি মৈত্রীসুলভ বিদেশনীতি গান্ধীজী থেকে বাজপেয়ীজী যার পক্ষে সওয়াল করেছেন- সেই পরম্পরা বহাল রেখে ফিলিস্তিনি জনগণের বৈধ ও ন্যায্য অধিকার পাইয়ে দেয়ার জন্য তাদের প্রভাব প্রতিপত্তি কাজে লাগান।
আবেদনকারীদের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেছেন ইমামে ঈদায়েন ক্কারী মাওলানা ফজলুর রহমান, জামাআতে ইসলামী হিন্দ এর রাজ্য সভাপতি ডা: মসিহুর রহমান, জমিয়তে উলেমায়ে হিন্দ এর রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী, ফুরফুরা শরীফ এর পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী, জমিয়তে ওলামা হিন্দ এর রাজ্য জেনারেল সেক্রেটারী ক্কারী শামসুদ্দীন, অল ইন্ডিয়া আহলে সুন্নাতুল জামাত এর তরফে মুফতী আবদুল মতিন, রাজ্য জমিয়তে আহলে হাদীস এর জেনারেল সেক্রেটারি মাওলানা যাকী মাদানী, পশ্চিমবঙ্গ দারুল কাযা-র সম্পাদক মুফতী মোহাম্মদ তাহেরুল হক, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড এর ইনচার্জ মাওলানা খালেদ আযম হায়দারি, আহলে সুন্নাত আলিম এর মাওলানা আসলাম মিনাই, শিয়া আলিম মাওলানা মাহার আব্বাস রিজভী, পশ্চিমবঙ্গ মুসলিম মজলিশে মাশাওয়ারাত এর জেনারেল সেক্রটারী ইন্তাজ আলী শাহ, পশ্চিমবঙ্গ মিল্লী ইত্তেহাদ পরিষদ এর জেনারেল সেক্রটারী জনাব আব্দুল আজিজ, পশ্চিমবঙ্গ মজলিশুল ওলামা অল আইম্মার সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, এস.আই.ও-র রাজ্য সভাপতি সাইয়েদ বি.এস.আল মামুন, জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ সেক্রেটারি শাদাব মাসুম প্রমুখ বিশিষ্টজন।