শেখ লিয়াকত হোসেন: হাওড়া জেলার নিমদিঘী হাইমাদ্রাসায় ২৭ আগস্ট রবিবার ২১ জন সদস্য নিয়ে গঠিত হল "প্রত্যয় সাহিত্য পরিষদ"। এই সাহিত্যপ্রেমী গোষ্ঠীর লক্ষ্য হল সুপ্ত মেধা ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটিয়ে একঝাঁক লেখক তৈরি করা। যাদের কাজ হবে সমাজে সত্য ও ন্যায়ের প্রসার ঘটানো এবং অশ্লীলতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আওয়াজ ওঠানো। এই সাহিত্য পরিষদ আপাতত ১ মাস অন্তর প্রতি ইংরেজি মাসের চতুর্থ রবিবার সভা করার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে স্বরচিত লেখা পাঠ করে শোনাবেন উপস্থিত লেখকগণ। প্রত্যয় সাহিত্য পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন পশ্চিমবঙ্গ তালিমী বোর্ডের সম্পাদক আব্দুল মান্নান, সহ-সম্পাদক কবি ও লেখক আব্দুর রাজ্জাক, সম্পাদক শেখ লিয়াকত হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, কনভেনর জুবায়ের আহসান। এ দিনের সভা শুরু হয় মুজিবর রহমান এর কুরআন তিলাওয়াত দিয়ে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক কাজী হবিবুর রহমান।
