পাঞ্জাবের আপ-সরকারকে ডাউন করতে রাষ্ট্রপতি শাসন? মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি রাজ্যপালের

মীযান ডেস্ক: অপারেশন লোটাস এবার অন্য আঙ্গিকে। দেশের বিরোধী জোটের শরিক দল আম আদমি পার্টির সরকার ক্ষমতাসীন রয়েছে পাঞ্জাবে। সেই সরকারকে উৎখাত করতে রাষ্ট্রপতি শাসনের ‘হুঁশিয়ারি’ দিলেন পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। তাঁর অভিযোগ, রাজ্যের মাদক পাচারচক্র নিয়ে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান কোনও তথ্য নাকি রাজ্যপালকে দিচ্ছেন না। এ বিষয়ে রাজ্য সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না করলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে তিনি বাধ্য হবেন।

আসলে মাদক পাচারচক্র নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত এবং আপ-এর মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের মধ্যে কার্যত স্নায়ুযুদ্ধ চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নিয়ম করে রোজই কিছু না কিছু তীর্যক মন্তব্য করে চলেছে রাজভবন।

সম্প্রতি কেন্দ্রের এক রিপোর্টে বলা হয়, পাঞ্জাবের প্রতি ৫ জনের মধ্যে একজন মাদকাসক্ত। ওই রাজ্যে এখনও অবাধে রমরমিয়ে মাদক ও ড্রাগের ব্যবসা চলছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু সেই রিপোর্ট দেননি মুখ্যমন্ত্রী। এরপরই পাঞ্জাবের রাজ্যপাল চিঠি দিয়ে বলছেন, মুখ্যমন্ত্রী যদি সরকারি চিঠির জবাব না দেন, তাহলে তিনি রাষ্ট্রপতি শাসন জারির জন্য সুপারিশ করতে বাধ্য হবেন। নির্বাচিত মুখ্যমন্ত্রী বা কোনও সরকারকে সংবিধানিক প্রধান হিসেবে এ ধরনের হুমকি বা হুঁশিয়ারির সমালোচনা করছেন অনেকে।

উল্লেখ্য, অধিকাংশ সিঙ্গেল ইঞ্জিন বা অ-বিজেপি রাজ্য সরকারের সঙ্গেই রাজ্যপালের সংঘাত ইদানীং নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। যা সর্বজনবিদিত। রাজ্যপালের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী শাসনে থাকা রাজ্যগুলিতে নির্বাচিত সরকারের কাজকর্মে রাজভবনের মাধ্যমে বাধা সৃষ্টি করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে, যাতে রাষ্ট্রপতি শাসন জারি করে সংশ্লিষ্ট সরকারকে ভেঙে দেওয়া যায়। বিরোধী দলগুলোর অভিযোগ, অপারেশন লোটাস এর বদলে এখন এই নয়া আঙ্গিক প্ৰয়োগের দিকে এগোচ্ছে বিজেপি ও কেন্দ্র সরকার।

Stay Connected

Advt.

%d bloggers like this: