মীযান ডেস্ক: রাজ্য তথা দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে চলায় বহরমপুরে সাংবাদিক সভার আয়োজন করল জামাআতে ইসলামী হিন্দের মুর্শিদাবাদ জেলা শাখা। এই সভায় উপস্থিত ছিলেন জামাআতের রাজ্য সহ-সম্পাদক নাঈমা আনসারি। তিনি তার বক্তব্য বলেন, সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা চরম পর্যায়ে। সম্প্রতি আর.জি কর হাসপাতালের ঘটনা বাংলা তথা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। একজন জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন চরম অপরাধ। শুধু আর.জি কর কাণ্ডই নয়; এর আগেও এমন অসংখ্য নৃশংসতা ও বর্বরতার সাক্ষী এই দেশ। বিশেষ করে সমাজের প্রান্তিক মহিলা, দলিত, আদিবাসী, অনগ্রসর, সংখ্যালঘু, প্রতিবন্ধী নারী, শিশু কন্যারা এই পাশবিক নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে। এর প্রতিকার হওয়া একান্ত প্রয়োজন বলে জানান তিনি।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাতের মতো বিশেষ করে ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে নারী নির্যাতন, যৌন হেনস্থা, ধর্ষণ চরম পর্যায়ে। বিলকিস বানু, প্রিয়াঙ্কা হাঁসদা, আসিফার মতো নৃশংস ধর্ষণের ঘটনা সকলের জানা। একদিকে যেমন নারীদের ওপর নৃশংতা ও বর্বরতার ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে, অন্যদিকে ধর্ষক, অপরাধীরা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, নেপথ্য থেকে প্রভাবশালী অশুভশক্তি এই সমস্ত জঘন্য অপরাধীদের আড়াল করতে চাইছে। ধর্ষকের সমর্থনে মিছিল, সংবর্ধনা এমনকি আইনি লড়াইয়ে মদদ দিচ্ছে।