মীযান ডেস্ক: সরকারিভাবে নিলামে তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিক ছবি। ফ্রেমবন্দি সেসব ছবি বিক্রি করে কোষাগার ভরাবে ভারত সরকার – এই ছিল পরিকল্পনা। ছবিগুলি যে নরেন্দ্র মোদির, তা দেখলেই চেনা যায়। তবু ছবির মাহাত্ম্য বোঝাতে স্তুতির কসুর রাখেনি সরকার। ছবিগুলি সম্পর্কে ক্যাপশনে বলা হয়েছে – ‘একজন দূরদর্শী ও বলিষ্ঠ নেতা, যিনি নিজেই শান্তির প্রতীক’ কিংবা ‘প্রধানমন্ত্রীর ছবি সাহসের অনুভূতি জাগিয়ে তোলে’ অথবা ‘ছবিটিতে বুদ্ধিমত্তা প্রতিফলিত হয়েছে’। ছবিগুলোর দাম ধার্য হয়েছে ৪৪ হাজার থেকে ৫৬ হাজার টাকা পর্যন্ত। কিন্তু কেন্দ্র সরকারের দীর্ঘ অপেক্ষার পরও ছবিগুলি কিনতে এগিয়ে আসেনি কেউই।
দেশ ও বিদেশে নানা জায়গায় প্রধানমন্ত্রী ছবি, ভাস্কর্য, পোশাক, টুপি, জুতো প্রভৃতি উপহার পান। সরকার সেগুলি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এমনই কিছু উপহার সামগ্রী নিলামে তোলা হয়। শেষবার এই নিলাম চলে ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন থেকে ২ অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত। ৬০০-র মতো উপহারের মধ্যে তখনও বেশকিছু উপহার বাকি ছিল, যেগুলির নিলামে কেউ অংশগ্রহণই করেনি। ফলে নিলামের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ায় সরকার। কিন্তু এতবেশি সময় পেয়েও মোদির ছবি কিনতে জোটেনি একজনও খরিদ্দার।
নিলামে তোলা হয় উপহার পাওয়া রুপোর জুতো, যার দাম ধার্য হয় ৮ লক্ষ ২৬ হাজার ১০০ টাকা। ব্যাডমিন্টন র্যাকেট, যার দাম ধার্য হয় ৫ লক্ষ ৫০ হাজার টাকা। পাঁচটি পর্যায়ে কয়েক মাস ধরে নিলামপর্ব সমাপ্ত হলেও বিকোয়নি প্রধানমন্ত্রী ছবি কিংবা কোন উপহার।