আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার উলুবেড়িয়ায় জিআইও-র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

শাহনাওয়াজ খান: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারের ওপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (GIO) হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লক শাখার উদ্যোগে এক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার ২৫ আগস্ট এই প্রতিবাদ মিছিলে অংশ নেন জিআইও-র প্রায় ৫০ জন সদস্যা। বীরশিবপুর পঞ্চায়েত অফিস থেকে র‍্যালি শুরু হয় এবং শেষে বীরশিবপুর চৌমাথা মোড়ে এসে মানববন্ধনে পরিণত হয়।

উপস্থিত ছিলেন জিআইও উলুবেড়িয়ার ব্লক সেক্রেটারি নূসাঈবা আহ্সান নিগার, মনিজা খাতুন, জামাআতে ইসলামী হিন্দের উলুবেড়িয়া ব্লকের আঞ্চলিক নাযিম হানিফ মোল্লা এবং সহকারী আঞ্চলিক নাযিম শেখ মোহাম্মদ আরিফুল্লাহ প্রমুখ। এছাড়াও জামায়াতে ইসলামী ও তার শাখা সংগঠনের সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে শামিল হন।

তারা সকলেই আরজি কর কাণ্ডকে অমানবিক ও পাশবিক আখ্যা দিয়ে দোষীদের দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, এই ধরনের বর্বরোচিত কাজ সমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তাই অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়; বরং এটি সমগ্র মানবতার ওপর হামলা। এ জন্য দেশের সমস্ত সচেতন ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে একযোগে আওয়াজ তোলার আহ্বান জানানো হয়।

জিআইও-র উদ্যোগে আয়োজিত এই র‍্যালি এবং মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এবং উক্ত ন্যক্কারজনক ঘটনাকে নিয়ে সমাজের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। অংশগ্রহণকারীরা সবার জন্য ন্যায়বিচার এবং নিরাপত্তার দাবিতে সোচ্চার হন।

এদিন এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে জিআইও-র উলুবেড়িয়া ব্লক স্পষ্ট করে দিয়েছে যে, তারা সমাজে মহিলাদের উপর কোনোরকমের অন্যায় ও বে-ইনসাফিকে বরদাশত করবে না এবং সর্বদা সত্যের পক্ষে গর্জে উঠবে।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: