পঞ্চমবার জিতে বিশ্বরেকর্ড পুতিনের, ঐতিহাসিক জয়ের পর তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্টের

মীযান ডেস্ক: ঐতিহাসিকভাবে পঞ্চমবার নির্বাচনে জিতেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ৭১ বছর বয়সি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার সাফ জানিয়ে দিলেন বর্তমান বিশ্বে সবই সম্ভব। ফলে আরও একটা বিশ্বযুদ্ধ হতেই পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে ইউরোপকে।
রবিবার রাশিয়ার নির্বাচনী ফল প্রকাশের পর জানা যায়, পুতিন ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হলে পুতিনকে প্রশ্ন করা হয়, রাশিয়ার সঙ্গে কি সরাসরি সংঘাতে নামতে পারে ন্যাটো? উত্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, বর্তমান দুনিয়ায় সবই সম্ভব। তাঁর কথায়, “সকলের কাছেই বিষয়টা খুব পরিষ্কার। রাশিয়ার সঙ্গে ন্যাটো যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নেই। তবে আমার মনে হয় কেউই চান না যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক ন্যাটো।”
প্রসঙ্গত, কদিন আগেই ম্যাক্রোঁ বলেন, ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক। রাশিয়াকে আমাদের প্রতিপক্ষ হিসাবে দেখা উচিত। যদি ইউরোপে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তার জন্য রাশিয়া দায়ী থাকবে না। কিন্তু আজ যদি আমরা ঠিক করে ফেলি যে আমরা কোনও জবাব দেব না তাহলে সেটা আমাদের পরাজয় মেনে নেওয়া হবে।” ফরাসি প্রেসিডেন্টের এই চাঞ্চল্যকর মন্তব্যের জেরেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন।
উল্লেখ্য, বর্তমান বিশ্বে আর কোনও দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি এত দীর্ঘদিন ক্ষমতায় নেই। অর্থাৎ ৫ম বার জিতে বিশ্বরেকর্ড করলেন ভ্লাদিমির পুতিন। এই মেয়াদে ২০৩০ পর্যন্ত রুশ রাষ্ট্রপ্রধানের কুরসিতে থাকবেন পুতিন। তাহলে তিনি টানা ৩১ বছর ক্ষমতায় থাকবেন। যা জোশেফ স্টালিনের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। পুতিনের পর বর্তমান বিশ্বে সবথেকে বেশিদিন ক্ষমতাসীন রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। ২০০৩ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। পুতিন এবং এরদোগান দুজনেই নিজ নিজ দেশে একাধিকবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছেন।

Stay Connected

Advt.

%d bloggers like this: