এসআইও-র উদ্যোগে হাওড়ায় দ্বীনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে ক্বীরাত প্রতিযোগিতা

মীযান ডেস্ক: এসআইও হাওড়া জেলার পরিচালনায় দ্বীনি মাদ্রাসার ছাত্রদের নিয়ে ক্বীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। উলুবেড়িয়ার নিমদিঘিতে অবস্থিত সোসাইটি আপ্লিফটমেন্ট সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮টি মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী ছাত্রদের ভিশন, মিশন এবং তাঁদের দায়িত্ব-কর্তব্য ও করণীয় সম্পর্কে এবং তাঁদের স্বপ্ন দেখতে প্রেরণা দিলেন উপস্থিত বিশেষ অতিথিরা। দ্বীনী আলেম হিসেবে সমাজ সংস্কারের দায়িত্ব সম্পর্কে অবগত করেন এসআইও-র রাজ্য দ্বীনী মাদ্রাসা সম্পাদক হাফেজ আহমেদ আলি। তিনি বলেন, “আজকের দিনে অনৈতিকতা ও অসামাজিক কার্যকলাপ ছেয়ে গেছে। এই সমাজকে অন্ধকার থেকে বার করে এনে কুরআনের আলো দিয়ে সুসজ্জিত করা একজন আলেমে দ্বীনের অন্যতম কর্তব্য।”

এসআইও’র প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ ক্যারিয়ার গাইডেন্স প্রদান করে বলেন, “আজকের হাফেজ, মাওলানা শুধু মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষকই নয়; বরং তাদেরকে হতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, সমাজসেবক ইত্যাদি।”

এসআইও-র রাজ্য সভাপতি সাঈদ আল মামুন ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “আজকের সমাজে মাদ্রাসার ছাত্র এবং জেনারেল এডুকেশনের মুসলিম ছাত্রদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। একে ভুলে গিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক আরো মজবুত করার মাধ্যমে সমাজের মধ্যে একটি সুস্থ সংস্কৃতি ও নৈতিক মনোভাবের পুনর্জাগরণের ঢেউ তুলে আনতে হবে।”

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ-এর রাজ্য তালিমি বোডের সভাপতি আব্দুল মান্নান, হাওড়ার সহকারী জেলা নাযিম জুলফিকার আলি মোল্লা, এসআইও-র রাজ্য জনসংযোগ সম্পাদক গাজী তৌফিক, কিশোর অঙ্গন সম্পাদক মিনহাজুর রহমান আখন, হাওড়া জেলার সভাপতি সেখ আমিরুল, জেলা সম্পাদক মুজাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম ১০ স্থানাধিকারীকে সুন্দর ক্বীরাতের জন্য পুরস্কৃত ও সম্মানীত করা হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: