মীযান ডেস্ক: পাঁচ রাজ্যে বিধানসভা ভোট একেবারেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা যায়। ডিসেম্বরে এই রাজ্যগুলোর ফলাফল প্রকাশ হলে গোটা দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে। তার মাত্র তিন-চার মাস পর মার্চ-এপ্রিল নাগাদ হবে লোকসভা নির্বাচন। সুতরাং বলাই যায় ভোটের ঢাকে কাঠি একরকম পড়েই গেছে। তাই ক্রমশই এনডিএ বনাম ইন্ডিয়া জোটের চাপান উতোর, তরজা তীব্র আকার নিচ্ছে। দেশজুড়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রীদের গরমাগরম বক্তব্য ও বিবৃতিতে সরগম সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া। রাহুলকে রাবণ হিসেবে পোস্টার বানিয়ে দেশবাসীর সামনে প্রোজেক্ট করার প্রতিবাদে কলকাতা, কেরল সহ প্রায় সব রাজ্যেই এদিন বিক্ষোভ দেখায় কংগ্রেস। একইসঙ্গে সর্বত্র পোড়ানো হয় নরেন্দ্র মোদির কুশপুতুল।
এই আবহে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রাবণরূপী রাহুল গান্ধীর ছবি পোস্ট করে পোস্টার যুদ্ধ শুরু করেছে গেরুয়া শিবির। ‘রাহুল গান্ধী নতুন যুগের রাবণ। তাঁর উদ্দেশ্য ভারতকে ধ্বংস করা’ – কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড রাহুলকে এই ভাষাতেই আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিতে ছাড়েনি কংগ্রেসও। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টার শেয়ার করেছে হাত শিবির। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদানির হাতের পুতুল হিসেবে দেখানো হয়েছে। এতদিন রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করত গেরুয়া শিবির। এবার সরাসরি ‘নতুন যুগের রাবণ’ আখ্যা দিল বিজেপি।
শুক্রবার পোস্টার ইস্যুতে পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপিকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কার পোস্ট, ‘শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজি ও জেপি নাড্ডাজি, রাজনীতিকে আর কত নীচে নামাবেন আপনারা? দলের এক্স হ্যান্ডেল থেকে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। আপনারা কি এর স্বপক্ষে?’ প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজনীতিকে কলুষতামুক্ত করার পক্ষে সওয়াল করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিষয়টি মনে করিয়ে দিয়ে এদিন প্রিয়াঙ্কার পালটা তোপ, ‘প্রতিশ্রুতি তো আগেই ভুলে গিয়েছেন। এবার কি শপথও ভুললেন?’ বিজেপির এই কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে কেরল কংগ্রেসও। উল্লেখ্য, রাহুল গান্ধী কেরলের ওয়েনাড থেকে নির্বাচিত সাংসদ।
