মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে রাজ্যজুড়ে সম্প্রীতির মেলবন্ধনকে সমুন্নত করার লক্ষ্যে ‘সম্প্রীতি স্টল’-এর ব্যবস্থা করেছে। তারই অংশ হিসেবে জামাআতের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১০ থেকে ১২ অক্টোবর বংশীহারী থানা এলাকার বুনিয়াদপুর এবং হরিরামপুর শহরে ‘সম্প্রীতি স্টল’ দেওয়া হয়। এই স্টল থেকে দর্শনার্থী ও পথচারীদের পানীয়জল, প্রাথমিক চিকিৎসার উপকরণ ইত্যাদি সরবরাহ করা হয়।
এছাড়াও আগ্রহী মানুষের হাতে ইসলাম, কুরআন ও বিশ্বনবী (সঃ) সম্পর্কে বিভিন্ন বই-পুস্তক, ফোল্ডার ও পবিত্র কুরআনের বাংলা অনুবাদ-সহ সম্প্রীতির বার্তাবাহী ফোল্ডার, হ্যান্ডবিল ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয়। পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ, শিশু ও তরুণ, শিক্ষিত-বুদ্ধিজীবী ও প্রশাসনিক কর্মকর্তা সকলের কাছে এই সম্প্রীতির বার্তা পৌঁছানোর চেষ্টা করা হয়। জামাআতের এই ‘সম্প্রীতি স্টল’-এর ব্যবস্থাপনা ও মহতী উদ্যোগকে সর্বস্তরের মানুষ স্বাগত জানান।