মীযান ডেস্ক: পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে চলেছে সৌদি আরব সরকার। দেশটির এই বিপুল কর্মযজ্ঞে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন।বৃহস্পতিবার এক সংবাদে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ‘সৌদি আরবকে পারমাণবিক শক্তি ইস্যুতে বিভিন্ন শর্ত দিয়েছে আমেরিকা। এ কারণে হতাশ হয়ে পড়েছে আরব বিশ্বের দেশটি। ঠিক এমন সময়ে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সৌদিকে সহায়তার প্রস্তাব দিল চীন।’
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি কর্মকর্তাদের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, ‘চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন’ (সিএনএনসি) কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে সৌদি আরবের জন্য একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে।’
গতবছর ডিসেম্বরে সৌদি আরব সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই দুই দেশ জুন মাসে রিয়াদে দু-দিনের আরব-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের সময় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করেছিল।
মার্চে চীনের মধ্যস্থতাতেই মুসলিম বিশ্বের যুযুধান দুই দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ঐতিহাসিক সন্ধি ও চুক্তি সই হয়। সব মিলিয়ে বলা যায়, মুসলিম বিশ্বে আমেরিকা-ইউরোপ তথা পশ্চিমাদের প্রভাব বলয় ক্রমেই কমে যাচ্ছে। সেই শূন্যস্থান পূরণে মুসলিম-বান্ধব পলিসিতে দ্রুত এগোচ্ছে রাশিয়া ও চীন। মাত্র দুদিন আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে সৌদি, ইরাম, আমীরশাহী, মিশর, ইথিওপিয়া এবং অস্ট্রেলিয়াকে তাদের নতুন সদস্য হিসেবে সংযুক্ত করার কথা ঘোষণা হয়েছে।
