হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকে (CIO)-র উদোগে আয়োজিত হল শিশু কিশোর উৎসব-২০২৩

মীযান ডেস্ক: হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকে চিল্ড্রেন ইসলামিক অর্গানাইজেশন (CIO)-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হল ‘শিশু কিশোর উৎসব-২০২৩’। ব্লকের বিভিন্ন এলাকা থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোর ও বালক-বালিকাদের নিয়ে রবিবার ৩১ ডিসেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়। সব বিভাগ মিলিয়ে প্রায় ১৫০ জন  জন এদিনের উৎসবে অংশগ্রহণ করে। বিভিন্ন রকম ড্রয়িং, পতাকা দৌড়, স্মৃতিশক্তি পরীক্ষা, কলেমা দৌড়, বোধ পরীক্ষণ – ইত্যাদি বিভিন্ন প্রকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা জামাআতে ইসলামী হিন্দের সহকারী জেলা নাযিম জুলফিকার আলী মোল্লা, হাওড়া জেলা AIITA প্রেসিডেন্ট সৈয়দ জাহির আহমেদ, সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট-এর উলুবেড়িয়া ব্লক প্রেসিডেন্ট সেখ আলিশা, হাওড়া জেলা জামাআতে ইসলামী হিন্দের উলুবেড়িয়া ব্লকের আঞ্চলিক নাযিম হানিফ মোল্লা, সহকারী আঞ্চলিক নাযিম সেখ মোহাম্মদ আরিফুল্লা, CIO-র কনভেনর মনিরুল খন্দকার, SIO-র ব্লক প্রেসিডেন্ট মঞ্জুর আলম মোল্লা, GIO-র ব্লক প্রেসিডেন্ট সেমিনা খাতুন-সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সেখ মোহাম্মদ আরিফুল্লাহ।

উল্লেখ্য, শিশু-কিশোরদের মধ্যে ইসলামী চেতনার উন্মেষ ঘটাতে এবং পাশাপাশি তাদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে প্রতি বছর জামাআতে ইসলামী হিন্দ ব্লক, জেলা, রাজ্যস্তর তথা দেশজুড়ে কচিকাঁচা স্কুলপড়ুয়াদের নিয়ে বহুমুখী কর্মসূচি নিয়ে থাকে। শিশু-কিশোর উৎসব তারই একটা অংশ। মূলত প্রতি বছর শীতকালে এ ধরনের মনোজ্ঞ ও বিনোদনমূলক উৎসব হয়ে থাকে। ইসলামী ক্যুইজ, ক্কিরাত, তিলাওয়াত, অংকন, অংক দৌড়, মেধা অন্বেষণ, পতাকা দৌড়, স্মৃতিশক্তি পরীক্ষা, কলেমা দৌড়, বোধ পরীক্ষণ ইত্যাদি নানা রকমের প্রতিযোগিতামূলক বিভাগের আয়োজন এর মধ্যে থাকে।

Stay Connected

Advt.

%d bloggers like this: