সলিডারিটির উদ্যোগে কলকাতায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট

মীযান ডেস্ক: ”Fostering Ethics in Digital Space”  শিরোনামে কলকাতার আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে রবিবার ২৫ আগষ্ট অনুষ্ঠিত হল ‘সলিডারিটি ইউথ মুভমেন্ট’ পশ্চিমবঙ্গ-এর Social Media Influencers Meet. রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে Social Media Influencers-রা এই অভিনব প্রোগ্রামে অংশগ্রহণ করেন। প্রোগ্রামে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ এর রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান, সেক্রেটারি জেনারেল মোঃ মসিউর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিয়াজ আহমেদ, জামাআতের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শা’দাব মাসুম ও মুস্তাফিজুর রহমান, এছাড়াও দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া পার্সন প্রশান্ত ট্যান্ডন।

সলিডারিটি-র রাজ্য সহ-সভাপতি সাবির আহমেদ এর কুরআনিক আলোচনা দিয়ে আনুষ্ঠানিক সূচনার পর স্বাগত ভাষণ দেন সলিডারিটি-র রাজ্য সভাপতি ওসমান গনি। উপস্থিত বিশিষ্ট ও জনপ্রিয় Influencer-দের স্বারক প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করা হয়। সলিডারিটি-র রাজ্য সাধারণ সম্পাদক আরিফুল রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়। সঞ্চালনা করেন সলিডারিটি-র রাজ্য সম্পাদক ডা. নিয়াজউদ্দিন হুসাইনি।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: