উলুবেড়িয়ায় জামাআতের দায়িত্বশীলদের নিয়ে দক্ষিণবঙ্গ তরবিয়তী ইজতেমা

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের উদ্যোগে হাওড়া জেলার উলুবেড়িয়াস্থিত সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হল দক্ষিণবঙ্গ তরবিয়তী ইজতেমা। ৯-১০ ডিসেম্বর অনুষ্ঠিত এই ইজতেমায় দক্ষিণবঙ্গের সকল মুকামী আমীর ও অঞ্চল/ব্লক নাযিমগণ অংশগ্রহণ করেন। প্রোগ্রামের সূচনা হয় রাজ্য সেক্রেটারি মাওলানা এ.এফ.এম খালিদ সাহেবের দারসে কুরআনের মাধ্যমে। নাযিমে ইজতেমার কথা পেশ করেন হাওড়ার জেলা জেলা নাযিম নূর আহমেদ মোল্লা। 'ইসলামী আন্দোলনে দায়িত্বশীলদের ব্যক্তিত্ব গঠন ও নৈতিক মান' বিষয়ে আলোকপাত করেন সাবেক আমীরে হালকা ডা: রইসুদ্দিন। '

ভারতবর্ষে ইকামতে দ্বীনের সফর, বর্তমান পরিস্থিতি ও নতুন দৃষ্টিকোণসমূহ' বিষয়ে আলোচনা করেন আমীরে হালকা ডা. মসিহুর রহমান। ভারতবর্ষে দাওয়াতী কাজের অভিজ্ঞতা শেয়ার করেন উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ। পরিপূরক কথা রাখেন রাজ্য সম্পাদক সেখ নাসিম আলি। 'আত্ম-মূল্যায়ন কী ও তা কীভাবে' এই বিষয়ে বক্তব্য রাখেন রাজ্য সহ-সম্পাদক জিল্লুর রহমান। 'টিম স্পিরিট নিয়ে কাজ ও তা শক্তিশালীকরণ' বিষয়ে বক্তব্য রাখেন সাবেক আমীরে হালকা নূরুদ্দিন শাহ।

'মিকাতী পরিকল্পনা ও তার কাজের রূপরেখা'র উপরে দৃষ্টিপাত করেন সেক্রেটারি হালকা মসিউর রহমান সাহেব। ঘর ও পরিবার, ছাত্র-যুব সমাজ, শিশুদের মধ্যে কাজ, মহিলা ও ছাত্রীদের মধ্যে কাজ ইত্যাদি বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পরিপূরক বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক সাদাব মাসুম। 'সমাজ সেবার মাধ্যমে জনমত গঠন' বিষয়ে আলোচনা করেন রাজ্য সম্পাদক আব্দুর রহিম।

দ্বিতীয়দিন বাদ ফযর দারসে কুরআন পেশ করেন বাগনানের আঞ্চলিক নাযিম ডা. আনিসুর রহমান মুন্সী। দারসে হাদীস পেশ করেন সাবেক জেলা নাযিম ও মজলিসে শূরার সদস্য সেখ হেদায়েত আলি। 'মুসলিম উম্মাহর ক্ষমতায়ন ও আমাদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় অনেকেই অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্য পেশ করেন রাজ্য সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম। 'জ্ঞানগত ও চিন্তাগত চ্যালেঞ্জ ও দায়িত্বশীলদের আকাঙ্খিত মান' সম্পর্কে সুন্দর আলোচনা পেশ করেন হাওড়ার সহকারী জেলা নাযিম জুলফিকার আলী মোল্লা। 'দ্বায়ী ও লিডার হিসাবে দায়িত্বশীলদের ভূমিকা' বিষয়ে আলোকপাত করেন সেখ নাসিম আলি সাহেব।

'মুরুব্বী ও রাহনুমা হিসাবে আমাদের দায়িত্ব' বিষয়ে বক্তব্য রাখেন আমীরে হালকা ডা. মসিহুর রহমান। 'ইসলামী আন্দোলনে নেতৃত্ব ও কুরবানী' বিষয়ে বক্তব্য রাখেন সাবেক আমীরে হালকা রহমত আলী খান। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে শতাধিক দায়িত্বশীল এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আমীরে হালকার কথা ও দুআর মাধ্যমে দুই দিনের প্রোগ্রামের সমাপ্তি হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: