মুর্শিদাবাদে জামাআতের বিশেষ অ্যাপ্লিকেন্ট রুকন ওরিয়েন্টেশন ক্যাম্প

মীযান ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ অ্যাপ্লিকেন্ট রুকন ওরিয়েন্টেশন ক্যাম্প। বহরমপুরস্থিত জেলা অফিসে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিভিন্ন ব্লক থেকে প্রায় ৬০ জন পুরুষ ও মহিলা অ্যাপ্লিকেন্ট মেম্বার উপস্থিত ছিলেন এদিন।

প্রোগ্রাম শুরু হয় জামাআতের বিভাগীয় রাজ্য সেক্রেটারি মাওলানা এএফএম খালিদ সাহেবের দারসে কুরআনের মাধ্যমে। আলোচ্য বিষয় ছিল সাংগঠনিক গঠনতন্ত্রের ৩, ৪ ও ৫ নং ধারার বিশ্লেষণ, বুক রিভিউ: জামাআতে ইসলামীর কার্যবিবরণী, ইকামাতে দ্বীনের আন্দোলনে ত্যাগ ও কুরবানী, ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্খিত মান, ব্যক্তিগত অভিক্ষা ও মূল্যায়ন এবং সিলেবাস সংক্রান্ত আলোচনা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা নাযিম মহ. শামসুল আলম, সহকারী জেলা নাযিমদ্বয় ওয়াসিফ আলি ও আব্দুল্লাহি কাফি, রাজ্য মজলিসে শূরার সদস্য মোহা. আশরাফুল ইসলাম প্রমুখ।

Stay Connected

Advt.

%d bloggers like this: