“সফলকাম সে-ই, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে” – এই থিমকে সামনে রেখে হয়ে গেল উত্তর ২৪ পরগনায় জিআইও-র তাযকিয়া ক্যাম্প

মীযান ডেস্ক‌: গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (জিআইও)-র উত্তর ২৪ পরগণা জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল তাযকিয়াহ্ ক্যাম্প। বৃহস্পতিবার ৩০ মে এই মহতী প্রোগ্রামে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ এর উত্তর ২৪ পরগনা জেলার নাযিম মাওলানা রফিকুল ইসলাম, সহকারী জেলা নাযিম মাওলানা আব্দুল আজীজ মোল্লা, জেলা নাযিমা ফিরোজা খানম-সহ উত্তর ২৪ পরগনা জেলার জিআইও সভানেত্রী, জেলা সম্পাদিকা ও সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলা এবং সদস্যারা।

জেলা নাযিম মাওলানা রফিকুল ইসলাম সাহেবর তাযকির বিল কুরআন এর মাধ্যমে এদিনের তাযকিয়াহ্ প্রোগ্রামের ফাতিহা হয়। পবিত্র কুরআনের সূরা আর আলা-এর আয়াতসমূহের জ্ঞানগর্ভ আলোচনা করে তিনি মুমিন জীবনে তাযকিয়াহর গুরুত্ব সম্পর্ক জ্জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং সাংগঠনিক কাজকর্মে কর্মীদের বিভিন্ন রকম বাধা বিপত্তিতে সবর (ধৈর্য্য ধারণ করা) এক্তিয়ার করার উপদেশ দেন।

প্রারম্ভিক ভাষণ দেন উত্তর ২৪ পরগনা জেলা জিআইও-র প্রেসিডেন্ট এস নাঈমা খাতুন। ‘উত্তম চরিত্র গঠন’ শিরোনামে একটি সিম্পোজিয়ামও এদিন পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারী বোনেরা নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে কুরআন ও হাদীসের আলোকে উত্তম চরিত্রের প্রয়োজনীয়তা ও তা অর্জনের পদ্ধতির ওপর আলোকপাত করেন। এর পরিপূরক বক্তব্য পেশ করেন রাজ্য প্রতিনিধি জিআইও মেট্রোসিটির সম্পাদিকা মুবাসসিরা মারুফা। ‘তাযকিয়াই জীবনের উন্নতির সোপান’ – বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগনা জেলার জিআইও সেক্রেটারি সাবিহা তাবাস্সুম।

এরপর ‘ইকামাতে দ্বীনের সঠিক ধারণা’ বিষয়ে বক্তব্য রাখেন জেলা নাযিমা ফিরোজা খানম। দ্বিতীয় অধিবেশনে ‘সাংগঠনিক কর্মীদের মানোন্নয়নে সঠিক পথ ও পন্থা, গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা করনে রাজ্য প্রতিনিধি ZAC মেম্বার পারমিনা খাতুন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) এর নেতৃত্বের গুণাবলী বিষয়ে বক্তব্য রাখেন সহকারী জেলা নাযিম মাওলানা আব্দুল আজীজ মোল্লা।

সারাদিনব্যাপী প্রোগ্রামে বেশ কিছু ইসলামী সঙ্গীত ও বিনোদনমূলক কার্যক্রম পরিবেশন করা হয়, যা জিআইও-র সদস্যাদেরকে উজ্জীবিত করে তোলে। হেদায়েত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: