মীযান ডেস্ক: সাসপেন্ড করা হল আরও দুই বিরোধী সাংসদকে। বহিষ্কৃতের সংখ্যা বেড়ে হল ১৪৫! সংসদ হানার প্রায় এক সপ্তাহ পর বিরোধীহীন লোকসভায় হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কার্যত বিরোধী-শূন্য লোকসভাতেই পাশ হয়ে গেল ‘ন্যায় সংহিতা বিল’। সংসদ হানার চক্রান্ত আগাম জানতে ব্যর্থ গোয়েন্দারা। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়কে ভেদ করে হামলাকারীরা কীভাবে সংসদে প্রবেশ করল এবং সেই হামলা ঠেকাতে কেন ব্যর্থ হল নিরাপত্তারক্ষীরা। এমনকী জুতোয় লুকিয়ে রাখা ক্যানিস্টারের সন্ধানই পেতে ব্যর্থ হয়েচে সুরক্ষা ব্যবস্থা। এদিকে যারা আত্মসমর্পণ করেছে, তারা ছাড়া কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিস। এত রকম ব্যর্থতায় যে নরেন্দ্র মোদি ও অমিত শাহ প্রবল কোণঠাসা – তার প্রমাণ হল, তাঁরা কেউই এতদিন সংসদে প্রবেশ করেননি। উল্টে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করার অপরাধে সাসপেন্ড হয়েছেন বিরোধী প্রায় দেড়শো জন সাংসদ। এই ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে সংসদের বাইরে চলা বিরোধীদের অবস্থান বিক্ষোভে প্রদর্শিত অঙ্গভঙ্গির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মোদি সরকার। মঙ্গলবার সংসদ ভবনে সাসপেন্ড হওয়া এমপিদের প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার চেয়ারম্যানকে নকল করে অপমান করেছেন বলে অভিযোগ তুলে বিরোধীদের আক্রমণ করেছে মোদি সরকার। বুধবার সকাল থেকেই এই ইস্যুতে রাজ্যসভায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন বিজেপি এমপিরা। এটাই তাঁদের প্রতিবাদ। চেয়ারম্যান জগদীপ ধনকর বলেন, তিনি কৃষক ও জাঠ পরিবারের সন্তান বলেই এভাবে অপমান করা হয়েছে। এই ইস্যুতে বিরোধীরা পাল্টা মোদিকে টার্গেট করে বলেছে, সংসদে দাঁড়িয়ে যখন একজন সংখ্যালঘু সাংসদকে বিজেপির এমপি অশালীন সাম্প্রদায়িক ভাষায় অপমান করেছিলেন, তখন এইসব ভদ্রতাবোধ কোথায় ছিল? যে বিজেপি সংসদের পাস নিয়ে তারা পার্লামেন্টে ঢুকেছিল, তাঁর বিরুদ্ধে সামান্যতম ব্যবস্থাও নেওয়া হল না কেন? মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘সার্বিক ব্যর্থতা ঢাকতে এবং দায় এড়াতে এমন হিটলারি স্ট্র্যাটেজি নিয়েছে সরকার। এভাবে দায় এড়ানো যায় না। সংসদে হানা ঠেকানো গেল না কেন? আগে এই জবাব দিন! কীসের ভয়ে মোদিজি সংসদ ‘বয়কট’ করেছেন? অধিবেশন শেষ হতে চলল। সংসদ হামলার পর মোদিজি একবারও এলেন না কেন?’ স্বরাষ্ট্রমন্ত্রী কেন এক সপ্তাহ পর এলেন?