বেহালায় ‘সম্প্রীতি স্টল’: উদ্যোক্তা দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর মহেশতারা ব্লক জামাআত

মীযান ডেস্ক: প্রতি বছরের মতো এবারও দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় সম্প্রীতির বার্তা দিতে ইসলামী বইপত্রের সম্ভার নিয়ে ‘সম্প্রীতি স্টল’-এর আয়োজন করেছে জামাআতে ইসলামী হিন্দ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতারা ব্লকের উদ্যোগে বেহালা নতুনপাড়া দুর্গাপূজা মণ্ডপের সন্নিকটে ‘সম্প্রীতি স্টল’ থেকে অমুসলিম ভাইদের হাতে পবিত্র কুরআন এর বাংলা অনুবাদ এবং অন্যান্য আনুষঙ্গিক ইসলামী বইপত্র, হ্যান্ডবিল, ফোল্ডার তুলে দেওয়া হচ্ছে। জেলা জামাআত কর্মী ও সদস্যগণ এই কর্মসূচি বাস্তবায়নে নিয়োজিত হয়েছেন।

মূলত ইসলাম সম্পর্কে অমুসলিমদের ভুল ধারণা দূর করতে এবং আন্তঃধর্ম সমন্বয়ের পরিসর আরো বাড়াতে, পারস্পরিক ভাব ও মত বিনিময়ের লক্ষ্যে প্রতি বছর দুর্গাপুজো চলাকালে ৪ দিন ধরে রাজ্যের সব জেলার বিভিন্ন অঞ্চলে এই সম্প্রীতি স্টল দেওয়া হয়। এখান থেকে পথচলতি, দর্শনার্থী অমুসলিম ভাইবোনদের হাতে ইসলামী বই-পুস্তক, ইসলামের বিভিন্ন দিক ও বিভাগের ওপর তথ্যভিত্তিক হ্যান্ডবিল, ফোল্ডার এবং পানীয় জল, প্রাথমিক চিকিৎসার উপকরণ ও ওষুধ ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয়।

Stay Connected

Advt.

%d bloggers like this: