চীনা রক্তচক্ষু উপেক্ষা করে ওয়াশিংটন সফর, তাইওয়ানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বেজিংয়ের

মীযান ডেস্ক: চীনের রক্তচক্ষু উপেক্ষা করে ওয়াশিংটন সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। চীন এই সফরের তীব্র সমালোচনা ও নিন্দা করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, লাইয়ের এই মার্কিন সফর চীনের সঙ্গে উত্তেজনা আরো বাড়াতে পারে।
বেজিং প্রশাসন বেজায় ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে বলেছে ‘ওয়ান চায়না’ পলিসি অনুযায়ী চীনের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় তাইওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক বিবৃতিতে চীনের বিদেশ মন্ত্রক বলেছে, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের মার্কিন সফরের তীব্র বিরোধিতা করে চীন। লাই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে এবং তিনি অব্যাহতভাবে সমস্যা সৃষ্টি করছেন। যদিও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং চীনা স্বার্থের মূল অংশ। আর তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, কারণ তাইওয়ান স্বাধীনতা পেতে আমেরিকার ওপর নির্ভর হতে চাচ্ছে। চীন সবকিছু পর্যবেক্ষণ করছে এবং সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
এদিকে, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্যারাগুয়েতে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ওয়াশিংটনে ‘সংক্ষিপ্ত সফর’ গিয়েছেন। তিনি রবিবার নিউইয়র্ক শহরে নেমে সেখানকার ম্যানহাটনের হোটেলে ওঠেন। আজ সোমবার মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Stay Connected

Advt.

%d bloggers like this: