মীযান ডেস্ক: মালদা জেলায় গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (GIO)-এর প্রচেষ্টায় সকল স্তরের দায়িত্বশীলা, মেম্বার এবং কর্মীদের নিয়ে তাযকিয়া ক্যাম্প অনুষ্ঠিত হল। রবিবার ২ জুন এই প্রোগ্রামের সূচনা হয় জামাআতে ইসলামীর হিন্দ এর মালদা জেলার নাযিম সেরাজুল ইসলাম সাহেবের দারসে কুরআনের মাধ্যমে। প্রারম্ভিক ভাষণ দেন জিআইও-র মালদা জেলার সম্পাদিকা ফাতেমা খাতুন। এরপর ‘উত্তম চরিত্র গঠন’ বিষয়ের উপর অভিনব সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্তর থেকে আগত বোনেরা অংশগ্রহণ করেন এবং নিজ নিজ অবস্থান থেকে এই বিষয়টির উপর বিস্তারিত এবং অত্যন্ত যৌক্তিক আলোচনা করেন, যার ওপর পরিপূরক বক্তব্যের মাধ্যমে সমাপ্তি কারেন জিআইও-র রাজ্য সম্পাদিকা সুমাইয়া শেফা ইয়াসমিন।
অতঃপর ‘তাজকিয়া-ই জীবনের উন্নতির সোপান’ বিষয়ে আলোকপাত করেন জামাআতে ইসলামী হিন্দ এর মালদা জেলার বিভাগীয় সম্পাদক মোহাম্মদ জার্জিস আলি। সোশ্যাল মিডিয়া ও অনলাইন জগতে করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেন জিআইও-র মালদা জেলার মিডিয়া সেক্রেটারী সেহেনাজ পারভিন। এরপর ‘সাংগঠনিক কর্মীদের মানোন্নয়নে সঠিক পথ ও পন্থা, গুরুত্ব ও তাৎপর্য’ – বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন জামাআতে ইসলামীর প্রাক্তন জেলা সভানেত্রী জয়নাব আরা খাতুন। অতঃপর জিআইও-র লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি বাস্তবোচিত আলোচনা করেন জিআইও-র রাজ্য সম্পাদিকা সুমাইয়া শেফা ইয়াসমিন। সব শেষে জেলা নাযিম সাহেবের হেদায়াত, নসীহত ও দুআর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।