আইটা-র উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসায়

মীযান ডেস্ক: রবিবার ১১ই আগস্ট, ২০২৪ মুর্শিদাবাদ জেলার নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসায় 'অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন' (AIITA) এর উদ্যোগে এক দিবসীয় শিক্ষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। মো. সেলিম রেজা ঐশী পথ নির্দেশনা দিয়ে শিবির উদ্বোধন করেন।
এই কর্মসূচির আহ্বায়ক তথা নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, "এই শিক্ষত প্রশিক্ষণের মূল লক্ষ্য শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতায় উন্নতি সাধন করা। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, এই প্রচেষ্টা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।" তিনি গণিত-ভীতি বা অংকে-আতঙ্ক দূর করার উপায় নিয়ে শিক্ষকদের সামনে প্রজেক্টর ব্যবহার করে বিশদ আলোচনা করেন।

আইটা-র রাজ্য সভাপতি মোঃ মাহবুবুল হক সমাজ পুনর্গঠনের লক্ষ্যে শিক্ষকতা ও জাতি গঠনের ভূমিকা নিয়ে তার মূল্যবান মতামত তুলে ধরেন। 'নাবিক' পত্রিকার সম্পাদক ও শিক্ষক আমিনুল ইসলাম নৈতিক দ্বন্দ্ব মোকাবিলার কৌশল নিয়ে মতামত প্রদান করেন। শিক্ষায় নৈতিক মূল্যবোধের সংযোজন তুলে ধরেন সংগঠনের জেলা সম্পাদক মহব্বত শেখ, সামর্থভিত্তিক পাঠদান ও নমুনা পাঠদানের বিষয়টি বর্ণনা করেন ধুলিয়ান কাঞ্চনতলার শিক্ষক মোঃ হাসানুজ্জামান।
এদিনের অনুষ্ঠান শেষে শিক্ষক সালাউদ্দিন আনসারী, মোঃ সানাউল শেখ, ইউসুফ আলী, মোঃ  বাদিরউদ্দিন এবং প্রধান শিক্ষক তাসিকুল ইসলাম প্রমুখ দুর্বল, অমনোযোগী ও অলস শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়ে সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। জেলা সভাপতি মফিজুর রহমান ধন্যবাদ জ্ঞাপন, এই কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন এবং অনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: