নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে! সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি তৃণমূলের

মীযান ডেস্ক: নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের 'বদলি' ইস্যুতে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা সাংসদ ডেরেক ওব্রায়েন। সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ‘ব্যবহার’ করে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংসের অপপ্রয়াস চালাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। নির্বাচন কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। বদলি ইস্যুতে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের মুখপাত্র ডেরেক দাবি করেছেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক ভোট।

তাঁর মতে, সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে বিজেপি। এতে নষ্ট হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবমূর্তি। এই অভিযোগে বিরোধীরা বরাবরই বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা। বিশেষত ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের চাপে ফেলার চেষ্টা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মতো হাজারও অভিযোগ রয়েছে। 

এবার তৃণমূলের অভিযোগ সবথেকে মারাত্মক। জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েও বিজেপি ‘নোংরা রাজনৈতিক কৌশল’ নিয়েছে বলে অভিযোগ এনে ডেরেক প্রশ্ন তুলেছেন, বিজেপি কি আম-জনতার মুখোমুখি হতে এতটাই ভয় পাচ্ছে যে, নির্বাচন কমিশনকে ঢাল করে বিরোধীদের টার্গেট করতে হবে? তাঁর দাবি, ২০২৪-এর লোকসভা ভোট দেশের শীর্ষ আদালতের নজরদারিতে হোক। কারণ, নির্বাচন কমিশন এখন বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।

Stay Connected

Advt.

%d bloggers like this: