ডোমজুড়ের আড়গোড়ীতে সম্প্রীতির বার্তা নিয়ে পুজোমণ্ডপে হাজির জামাআত নেতৃত্ব

মীযান ডেস্ক: হাওড়া জেলার ডোমজুড়-২ নং অঞ্চলের আড়গোড়ী অগ্রদূত ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের ‘সহজ পাঠ’ দুর্গাপূজা মণ্ডপে জামাআতে ইসলামী হিন্দকে সম্প্রীতি ও ইসলামের বার্তা বিষয়ে আলোচনার সুযোগ দেন। এই মহতী ভাবনার ফসল হিসেবে জেলা জামাআত নেতৃত্বের বার্তা বহুদূর পর্যন্ত পথচলতি দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাইকিং ব্যবস্থা ছিল।

সেখানে হাওড়ার সহকারী জেলা নাযিম নাসির হোসেন হালদার প্রতিবেশী ভাই-বোনেদের সামনে ইসলাম সম্পর্কে সঠিক ধারনা তুলে ধরেন। তাঁর বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল সম্প্রীতি এবং একত্ববাদের ধারণা। জামাআতের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সংশ্লিষ্ট পুজো কমিটির কর্মকর্তা ও স্থানীয় মানুষজন। সময়ের দাবি মেনে পুজো মণ্ডপ থেকে বক্তব্য রাখার সুবন্দোবস্ত করে দেওয়ায় আড়গোড়ী অগ্রদূত ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে ধন্যবাদ জানান জেলা জামাআত নেতৃত্ব। উপস্থিত ছিলেন আঞ্চলিক নাযিম জিল্লুর রহমান-সহ স্থানীয় জামাআতের কর্মী ও সদস্যরা।

Stay Connected

Advt.

%d bloggers like this: