বাংলাদেশে বিরোধীদের ভোট বয়কটে নির্দলদের দাপট, সংসদে প্রধান বিরোধী ‘দলহীন’রাই! দেড় হাজার প্রার্থীর জামানত জব্দ

মীযান ডেস্ক: একেই বোধহয় বলে ভানুমতির খেল। বিরোধীদের দাবি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দেশের রাজনৈতিক পরম্পরা ভেঙে তত্ত্বাবধায়ক সরকার না গড়ে একরকম বিরোধী-শূন্য ফাঁকা মাঠে গোল দিলেন হাসিনা। যাকে বলে ওয়াকওভার। নিজে প্রধানমন্ত্রীর আসনে আসীন থেকেই নির্বাচন পরিচালনা করে বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরলেন আওয়ামি লিগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা। তিনি নিজেও তিনটি আসনেই জিতেছেন বিপুল ভোটে। দ্বাদশ সাধারণ নির্বাচনের পর ফল যে এমনটাই হবে বা হাসিনা আবারও যে নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরবেন – তা নিয়ে কারও কোনও সংশয় ছিল না। তবে এবার সবথেকে চমকপ্রদ বিষয় হল অপ্রত্যাশিত দাপট দেখিয়েছেন নির্দল প্রার্থীরা। ২৯৯ আসনের মধ্যে ৬২টিতে জিতেছেন নির্দল প্রার্থীরা। ফলে সংসদে কি প্রধান বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল ‘দলহীন’রাই – উঠছে এমন প্রশ্ন।

রবিবার সে দেশের পার্লামেন্টের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোট হয়নি। আওয়ামি লিগ জয়ী হয়েছে ২২৩টি আসনে। শাসকদলের জোটসঙ্গী জাতীয় পার্টি (এরশাদ) পেয়েছে মাত্র ১১টি। রফা মেনে ২৬টি আসনে লড়াই করার সুযোগ পেলেও এরশাদের দল তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের চমকে, ৬১টি সিট ঝুলিতে পুরতে সক্ষম হয়েছে নির্দল প্রার্থীরা। যদিও খবর অনুযায়ী তাঁরা আসলে আওয়ামি লিগেরই ‘ডামি প্রার্থী’। ভোটের ময়দানে সত্যিকার বিরোধী দল না থাকায় এদেরকে দাঁড় করিয়ে প্রতিপক্ষ সাজিয়েছিল আওয়ামি লিগ।

জানা গিয়েছে, এমনই তিনজন ডামি নির্দল প্রার্থীর কাছে হেরেছেন হাসিনা সরকারের তিন দাপুটে প্রতিমন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সঙ্গী জামাআতে ইসলামী বাংলাদেশ এবারও নির্বাচন বয়কট করেছে। নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল ২৮ শতাংশের মতো ভোট পড়েছে, পরে আবার সংশোধন করে বলা হয় ৪০ শতাংশ ভোট পড়েছে। এতেই স্পষ্ট এই নির্বাচন প্রহসন মাত্র। মানুষ তা মেনে নেয়নি।’ সংসদ থেকে বিএনপি সরে দাঁড়ানোয় এতদিন পর্যন্ত খাতায় কলমে প্রধান বিরোধী দল ছিল এরশাদের জাতীয় পার্টি। এবার তারা হাসিনার সঙ্গে জোট করে ১১টি আসনে জিতেছে।

অন্যদিকে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি মাত্র একটি করে আসনে জয় পেয়েছে বলে জানিয়েছেন মুখ‌্য নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

Stay Connected

Advt.

%d bloggers like this: