মীযান ডেস্ক: "ওঠো, সাবধান করো, আর রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো" – এই থিমকে সামনে রেখে অনুষ্ঠিত হল রাজ্য উলামা সম্মেলন। জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের উলামা সংগঠন 'মাজলিসুল উলামা ওয়াল আইম্মা'র ডাকে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় সৈয়দ নূরুল হাসান কলেজে আয়োজিত হয় তৃতীয় রাজ্য উলামা সম্মেলন। রবিবার ২৪ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে আলেম-ওলামাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সব মিলিয়ে এই মহতী সম্মেলনে প্রায় ১৩০০ ওলামা প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাজলিসুল উলামা ওয়াল আইম্মার উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা এ.এফ.এম খালিদ সাহেবের পবিত্র কুরআনের আলোচনা দিয়ে সম্মেলনের ফাতিহা হয়। তিনি বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য কী – সে সম্পর্কে আলোচনা করেন। নাযিমে ইজতেমার কথা পেশ করেন সহকারী নাযিমে ইজতেমা কাজী মোহাম্মদ আলী। প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাওলানা মাযহারুল ইসলাম। "আলেমদের মধ্যে কাজের সক্রিয়তা, জনশক্তি এবং মীকাতি পরিকল্পনা" – বিষয়ে আলোকপাত করেন মাজলিসুল উলামা ওয়াল আইম্মার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের কাজ, গৃহীত পরিকল্পনা ও আগামীর কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে ওলামা সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপদ্ধতির ওপর দৃষ্টিপাত করেন। "মুসলিম সমাজের সংস্কার-সংশোধনে রাহনুমা হিসেবে ওলামা সমাজের ভূমিকা" – বিষয়ে বক্তব্য পেশ করেন 'অল ইন্ডিয়া শরীয়াহ কাউন্সিল'-এর সেক্রেটারি মাওলানা ড: রাজিউল ইসলাম নাদভী। তিনি মিল্লাতের অভ্যন্তরে ঐক্য, সমাজ সংশোধন ও মুসলিম সমাজের পথপ্রদর্শক হিসেবে আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন। "পশ্চিমবঙ্গে মুসলিম মিল্লাতের ঐক্য-সমস্যা ও সমাধানের উপায়" – শীর্ষক আলোচনাচক্রে অংশগ্রহণ করেন মাজলিসুল উলামা ওয়াল আইম্মার মুর্শিদাবাদ জেলার সভাপতি মাওলানা আব্দুস সামাদ সাহেব, ইত্তেহাদুল মিল্লাত মজলিস এর সম্পাদক মাওলানা রুহুল আমীন, অল বেঙ্গল আহলে সুন্নত ওয়াল জামাআত এর প্রেসিডেন্ট মুফতি মাওলানা গোলাম সামদানী প্রমুখ। এই আলোচনা চক্রের পরিপূরক বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ দারুল কাযার সম্পাদক মুফতি মওলানা তাহেরুল হক। দ্বিতীয় অধিবেশনের শুরুতে হাদীস থেকে অনুপ্রেরণা পেশ করেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল মান্নান। "ইসলামের পুনর্জাগরণে উলামাদের সংগ্রাম সাধনা" – শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন আমীরে হালকা তথা মাজলিসুল উলামা ওয়াল আইম্মার প্রধান পৃষ্ঠপোষক ডা: মসিহুর রহমান। "মুসলিম উম্মাহর ত্রুটি ও দুর্বলতা এবং পশ্চাদপদতা ও দূরীকরণের পথ-পন্থা" – বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রাজিউল ইসলাম নাদভী। "শুহাদা-আ-আলান্নাস: মুসলিমদের দায়িত্ব ও কর্তব্য" বিষয়ে বক্তব্য দেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আব্দুর রফিক। আমীরে হালকার যাদেরাহ এর মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। উলামা সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি জামাআতে ইসলামী হিন্দের রাজ্য, জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল, কর্মীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এই সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলে।