“দৌড়াও তোমার রবের দিকে” ক্যাম্পেইন উপলক্ষে উলুবেড়িয়ায় জিআইও-র ট্যুর প্রোগ্রাম

মীযান ডেস্ক: গার্লস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (GIO) উদ্যোগে “দৌড়াও তোমার রবের দিকে” ক্যাম্পেইনের অংশ হিসেবে শুক্রবার ৩০ আগস্ট জামাআতে ইসলামী হিন্দ উলুবেড়িয়া ব্লকের তত্ত্বাবধানে এক গুরুত্বপূর্ণ ট্যুর প্রোগ্রামের আয়োজন করা হয়। ট্যুরটি উলুবেড়িয়া ব্লকের প্রায় ১০টি এলাকা জুড়ে পরিচালিত হয় এবং এতে অংশ নেন জিআইও-র ব্লক সেক্রেটারি নুসাইবা আহসান নিগার, ব্লক মিডিয়া সেক্রেটারি মনিজা খাতুন, জুয়াইরিয়া ইয়াসমিন, হোসনারা খাতুন, রেহানা শবনম প্রমুখ।

এই অভিনব ট্যুর প্রোগ্রাম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ পর্যন্ত। ফতেপুর, বাজারপাড়া, মৌবেশিয়া, বেলাড়ি, গুটিনাগড়ি এবং সমরুক প্রভৃতি সার্কেলে এই ট্যুর হয়। এই কর্মসূচির মাধ্যমে এদিন ফতেপুর, মৌবেশিয়া, গুটিনাগড়ি, সমরুক, দোড়ল, চক সমরুক, গুমুকবেরিয়া, কাশমুল এলাকায় নতুন সার্কেল খোলা হয়।

বিভিন্ন এলাকায় উক্ত টিম পৌঁছালে সেখানকার ছাত্রী ও যুবতী বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে সাক্ষাত করে অত্যন্ত খুশি হন। নবাগতাদের নিয়ে ব্লকের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কর্মী পাওয়া গেছে এসব এলাকা থেকে। স্থানীয় জিআইও সার্কেলগুলো থেকে প্রাপ্ত রিপোর্টঅত্যন্ত ইতিবাচক এবং আশাব্যঞ্জক।

এই ট্যুরটি পরিচালনার দায়িত্বে ছিলেন জিআইও উলুবেড়িয়া ব্লকের প্রেসিডেন্ট সেমিনা খাতুন। সমগ্র প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়। এই প্রোগ্রামের মাধ্যমে জিআইও-র সদস্যারা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, যার ফলে সংগঠন আরও মজবুত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Share :

Stay Connected

Advt.

%d bloggers like this: